প্রখ্যাত কথাশিল্পী রাবেয়া খাতুনের গল্পে এবার আবুল হায়াত পরিচালনা করেছেন ঈদুল ফিতরের নাটক ‘ওলট পালট’। রওনক হাসান, জাকিয়া বারি মম জুটির এ নাটকে আরো অভিনয় করেছেন আবুল হায়াত, শিরিন আলম প্রমুখ।
গল্পে দেখা যাবে, জমিরউদ্দিন সাহেব সৌখীন এবং খেয়ালী মানুষ। সারাটা জীবন গ্রামে বাস করলেও পুত্র জাফরকে গ্রাজুয়েশনের পর পরপরই বন্ধুকন্যা শহরবাসী জামানার সাথে বিয়ে দিলেন এবং তার মাধ্যমিক পাশ মেয়েটিকে দিয়ে ছিলেন আরেক শহরবাসী বন্ধুর ব্যবসায়ী পুত্রের সঙ্গে।
পুত্রবধু জামানা বিয়ের পর সর্ম্পণূ ভিন্ন পরিবেশে এসে কী ধরণের সমস্যার সম্মুখীণ হলো সেটা গল্পে মুখ্য বিষয়। একসময় সহ্য না করতে পেরে জামানা বাবার কাছে ফিরে যেতে তোরজোর শুরু করে। সে সময় ননদীনি শহরের পুত্রবধুর এক পত্র তাকে হতবাক করে।
চ্যানেল আইতে প্রচার হবে ঈদের দিন রাত ৯.৩৫ মিনিটে।