× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শীতের সবজি আমদানি বাড়লেও কমছে না দাম

লক্ষ্মীপুর প্রতিনিধি

১৪ জানুয়ারি ২০২২, ১৬:৩৭ পিএম

লক্ষ্মীপুরে এবার শীতের সবজি আমদানি চাহিদার তুলনায় অনেক বেশি।  তবে দাম হাতের নাগালের বাইরে। প্রতিনিয়তই বাড়ছে নিত্যপ্রয়োজনীয় এসব সবজির দাম। ক্রেতাদের অভিযোগ  দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং সেভাবে হচ্ছে না।

সরজমিনে দেখা গেছে, প্রতিনিয়তই বাড়ছে মুরগির দাম। বর্তমানে কেজি প্রতি ব্রয়লার মুরগীর দাম ১৮০ টাকা।  চাষ বেশি হলেও কমেনি শাকসবজির দাম। খুচরা বাজারে প্রকারভেদ, প্রতিকেজি সবজিতে বেড়েছে  ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত। শুধু নতুন আলুর দাম কিছুটা কমতির দিকে। বর্তমানে আলুর কেজি বিক্রি হচ্ছে ২০ টাকা ধরে।

লক্ষীপুর পুরাতন পৌর অফিসের  সামনে সবজি কিনতে আসেন আমিন উল্ল্যাহ  নামে এক শ্রমিক। তিনি  বলেন,এবার শীতের সবজি আমদানি চাহিদার তুলনায় অনেক বেশি দ্রব্যমূল্য কমছে না। চালের বাজারে গিয়ে দেখি দাম আগের তুলনায় অনেক বেশি। চালের সর্বনিম্ন দাম ৫৫ টাকা। কোথায় যাবো, কি করবো বুঝতে পারছি না। এভাবে চলতে থাকলে আমাদের মতো স্বল্প আয়ের মানুষদের না খেয়ে মরতে হবে।

পৌর ৭নং ওয়ার্ডের সমসেরাবাদ গ্রামের বাসিন্দা গোপাল চন্দ্র ঘোষ, শামীম, জাহিদ বলেন , বাজারে সবজি সরবরাহ পর্যাপ্ত। কিন্তু দাম কমছে না। উচ্চ পর্যায়ে সরকারি কর্মকর্তা, বড় বড় ব্যবসায়ী ও শিল্পপতিরা ছাড়া কেউ সুখে নেই। সবজি ব্যবসায়ী, আলমগীর, সাদ্দাম ও হারুন বেপারী বলেন, শীতের সবজি কাঁচা তরকারি সরবহরাহ বাড়লেও পাইকারদের যোগসাজসে দাম কমছে না।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.