× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘আকাশ নীল’ এর এমডি ও পরিচালক গ্রেপ্তার

২১ মার্চ ২০২২, ০২:৫৭ এএম

ই-কমার্স প্রতিষ্ঠান আকাশ নীলের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তাদের বিরুদ্ধে গ্রাহকের বিপুল পরিমাণ অর্থ প্রতারণার অভিযোগ উঠেছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মশিউর রহমান ও পরিচালক ইফতেখার উজ্জামান রনি।

গ্রেপ্তারের বিষয়টি সোমবার (২১ মার্চ) সকালে  নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি বলেন, রোববার (২০ মার্চ) রাতে রাজধানী থেকে মশিউর রহমানকে ও ফরিদপুরে অভিযান চালিয়ে ইফতেখার উজ্জামান রনিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দুজন দেশের বাইরে পালিয়ে যেতে বিমানের টিকিট কেটেছিলেন। তারা বিশজন ভুক্তভোগীর কাছ থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেলেও তারা কয়েকশ গ্রাহককে ঠকিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এর আগে বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির সাতজনের বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন একজন ভুক্তভোগী।

জানা যায়, সম্প্রতি সাড়ে ২৫ কোটি টাকা নিয়ে লাপাত্তা হয় ই-কমার্স প্রতিষ্ঠান আকাশ নীল.কম। রাজধানীর পান্থপথের পানি ভবনের উল্টো পাশের একটি ভবনে বসেছিল আকাশ নীলের প্রতারণার পসরা। শত শত গ্রাহকের টাকা পকেটে নিয়ে অফিস গুটিয়ে নিয়ে গেছে সব সরঞ্জাম। গ্রাহকের অভিযোগ পেয়ে পুলিশ সরেজমিনে আকাশ নীলের অফিসে গিয়ে সেটি তালাবদ্ধ পায়।

প্রতারণার টাকায় আকাশ নীলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মশিউর রহমানের ধানমন্ডি ১৩ নম্বরে কেনা ফ্ল্যাটেও বেশ কয়েকদিন ধরে ঝুলছিল তালা। এ ই-কমার্স প্রতিষ্ঠানে বিনিয়োগ করা টাকা ফেরত পাওয়া নিয়ে শঙ্কায় পড়েছেন গ্রাহকরা। তারা সম্প্রতি প্রতিষ্ঠানটির পান্থপথের অফিসের সামনে মানববন্ধন করেন। এরপরই অফিস গোটাতে থাকেন মশিউর রহমান।

পারিবারিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠেছিল আকাশ নীল। এমডি মশিউর রহমানের মা, বোন, স্ত্রীকে বিভিন্ন পদে বসানো হয়। আর পরিচালকের দায়িত্বে ছিলেন ইফতেখার উজ্জামান রনি।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.