× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশ ও ভারতের সাংস্কৃতিক মূল্যবোধ তুলে ধরবে ইশো-জয়পুর রাগস

নিজস্ব প্রতিবেদক

১৭ এপ্রিল ২০২২, ১২:৩৭ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড ইশো, ভারতের অভিজাত ও বিখ্যাত ‘জয়পুর রাগস’র সাথে অংশীদারিত্ব করেছে। চুক্তির অংশ হিসেবে, ইশো’র স্টোর ও ওয়েবসাইটে পাওয়া যাবে জয়পুর রাগসের ঐতিহ্যবাহী হস্তশিল্পের পণ্য। বিশ্বের ৬০ টিরও বেশি দেশে সফলভাবে ব্যবসা পরিচালনার পর এই প্রথম বাংলাদেশে হাতে বোনা সুন্দর রাগস ও কার্পেট নিয়ে এসেছে জয়পুর রাগস।

এই অংশীদারিত্বের আওতায়, বাংলাদেশ ও ভারতের ঐতিহ্য বহনকারী লিমিটেড-এডিশন রাগসের প্রদর্শনীর আয়োজন করে উভয় ব্র্যান্ড, যার মূল আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী লালবাগ কেল্লার নকশার আদলে তৈরি একটি রাগস। রাজধানীর বারিধারায় অবস্থিত ইশো’র ফ্ল্যাগশিপ স্টোরে গত ১৬ এপ্রিল শুরু হয়ে পরবর্তী এক মাস পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী।

জয়পুর রাগস’র ডিরেক্টর ইয়োগেশ চৌধুরী বলেন, “বাংলাদেশ-ভারতের মধ্যে একটি সাংস্কৃতিক ইতিহাস রয়েছে, যা বহুকাল ধরে প্রচলিত। এই অংশীদারিত্বের ফলে আমাদের অনন্য হস্তশিল্পের মাধ্যমে সেই ইতিহাস ও ঐতিহ্যকে আমরা বাংলাদেশি গ্রাহকদের নিকট তুলে ধরার সুযোগ পেয়েছি। কারিগরদের নিপুণ কারুকাজ ও গল্পগুলো বিশ্ব দরবারে পেশ করার অনন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করা জয়পুর রাগসের অন্যতম একটি লক্ষ্য।” তিনি আরও বলেন, “ইশো’র মতো নতুন অংশীদার পাওয়া এবং আমাদের কারিগর ও তাদের পূর্ব-পুরুষদের সাধারণ জীবনযাত্রার অসাধারণ গল্পগুলো বিশ্বের নিকট তুলে ধরার অনুভূতিগুলো সত্যিই ভীষণ আনন্দদায়ক।” 

ইশো’র ম্যানেজিং ডিরেক্টর রায়ানা হোসেন বলেন, “জয়পুর রাগসের সাথে আমাদের এই অংশীদারিত্ব দুই দেশের সাংস্কৃতিক মূল্যবোধ ও সাদৃশ্যের প্রতীক। আমরা সর্বদা সাসটেইনেবল, ইনোভেটিভ ও এন্ট্রেপ্রেনিউরিয়াল চিন্তাধারা সম্পন্ন ব্র্যান্ডদের সাথে অংশীদারিত্ব স্থাপনে বিশ্বাসী এবং এভাবেই বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে ইশো সুনাম অর্জন করছে।” 

তিনি আরও বলেন, “এই অংশীদারিত্বের মাধ্যমে স্থানীয় হস্তশিল্পীদের ক্ষমতায়নের বাণিজ্যিক, সাংস্কৃতিক ও সৃজনশীল সুবিধাসমূহ এবং বিশ্বের নিকট আমাদের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে পেরে আমরা গর্বিত।”


Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.