× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গুলিস্তানে বিভাজক ভেঙে পথচারীকে চাপা দিলো বাস

৩০ ডিসেম্বর ২০২১, ২৩:৩৫ পিএম

এবার রাজধানীর গুলিস্তান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়ক বিভাজকের উপর উঠে গেছে। এতে এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন দু’জন। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া নিশ্চিত করেছেন। তিনি জানান, শ্রাবণ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের ওপর উঠে যায়। এতে রাস্তার পাশে থাকা পথচারীদের অন্তত তিনজন আহত হন। হাসপাতালে একজন মারা গেছেন।

পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া জানান, শ্রাবণ পরিবহনের একটি বাসের চাপায় আহতদের ঢাকা মেডিকেলে নেয়ার পর একজন মারা গেছেন। নিহতের নাম শুক্কুর মাহমুদ (৪০)।

এর আগে, খীলক্ষেতে হোটেল লা-মেরিডিয়ানের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে এনা পরিবহনের একটি বাস সড়ক বিভাজক ভেঙে অন্য পাশের লেনের মাইক্রোবাসের ওপরে উঠে যায়।

আরো পড়েন>খিলক্ষেতে বেপরোয়া এনা: চালক ঘুমাচ্ছিলেন, বাস চালাচ্ছিল সহকারী

ঐ ঘটনায় চালকের বরাত দিয়ে বাসটির (এনা পরিবহন) মালিক ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ জানান, চালক মিজানুর রহমান বাসটি সারা রাত চালিয়ে সিলেট থেকে ঢাকায় নিয়ে আসেন। এরপর মিজান বাসের চাবি সহকারী শাওনের হাতে দিয়ে ঘুমাতে যান। তার ধারণা, শাওন বাসটি নিয়ে বের হয়ে দুর্ঘটনা ঘটিয়েছেন। কারণ শাওনের খোঁজ পাওয়া যাচ্ছে না।

তবে বাসচালক মিজানকে মহাখালী বাস টার্মিনাল থেকে আটক করে র‌্যাব।

এনায়েত উল্যাহ আরো বলেন, তিনি চান অপরাধীর সাজা হোক। ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসের মালিককে ক্ষতিপূরণ দিতে প্রস্তুত আছেন

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.