× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বানভাসিদের পাশে দাঁড়ালেন লালমনিরহাট ছাত্রলীগের নেতাকর্মীরা

লালমনিরহাট প্রতিনিধি

২২ জুন ২০২২, ১৪:৫০ পিএম

লালমনিরহাটে ব্যক্তিগত অর্থায়নে পানি বন্দি মানুষের মাঝে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করেছে লালমনিরহাট ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী।

বুধবার (২২ জুন) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছের নদী তীরবর্তী গ্রামের শতাধিক পরিবারের মাঝে এ দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়।

বানভাসিদের দেওয়া দ্রব্য সামগ্রীর প্রতিটি প্যাকেট ছিলো মুড়ি, চিড়া, চিনি, বিস্কুট, মোম,দিয়াশলাই  স্যালাইন, ঔষধসহ ৮প্রকার সামগ্রী দেওয়া হয়।

এসময় লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুব্রত সরকার, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাইরেন রেওয়াজ ইমন, আইন বিষয়ক সম্পাদক আসিফ কবীরসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতাকর্মীরা জানান, আমরা ব্যক্তিগত উদ্যোগে বানভাসি কিছু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমাদের দেওয়া দ্রব্যদি প্রয়োজনের তুলনায় নগন্য। তবে ছাত্রলীগকে কর্মীরা সবসময় মানুষের জন্য কাজ করে, আগামীতে করবে। এসময় সমাজের বিত্তবানদের বানভাসি মানুষদের পাশে দাড়ানোর অনুরোধ করেন নেতারা।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.