× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধায় কমতে শুরু করছে বন্যার পানি

গাইবান্ধা প্রতিনিধি

২৩ জুন ২০২২, ০৫:৫৮ এএম । আপডেটঃ ২৩ জুন ২০২২, ০৫:৫৯ এএম

গাইবান্ধায় কমতে শুরু করছে বন্যার পানি তবে বিপৎসীমার উপরে রয়েছে ঘাঘট নদী ও ব্রহ্মপুত্র নদের পানি। 

গাইবান্ধা জেলা প্রশাসনের দেওয়া তথ্যমতে, বন্যায় এ পর্যন্ত গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও  সাঘাটা উপজেলার ২৩টি ইউনিয়নের ২১ হাজার ৮৩৪ পরিবারের ৬১ হাজার ৫১৪ জন মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
 ৬০টি আশ্রয় কেন্দ্রের মধ্যে ১৮টিতে এক হাজার ৯২০ জন মানুষ ও ৩৩৫টি গবাদিপশু আশ্রয় নিয়েছে। সে এলাকায় ১০টি মেডিকেল টিম চালু রয়েছে।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের (পাউবোর) নির্বাহী প্রকৌশলী মো. আবু রায়হান জানান,  বৃহস্পতিবার ২৩ জুন দুপুরে  ঘাঘট নদীর পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার ও ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ৪৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। 
তবে তিস্তা নদীর পানি বিপদসীমার ৪০ সেন্টিমিটার ও করতোয়া নদীর পানি বিপদসীমার ১৪৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। 

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.