× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বানের জলে নষ্ট নারায়ণগঞ্জের ২ হাজার হেক্টর কৃষিজমি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

২৩ জুন ২০২২, ০৬:২৬ এএম

সাত ইউনিয়নের সমন্বয়ে সদর উপজেলা গঠিত হলেও কৃষি জমির দেখা মেলে শুধু বক্তবলি ও আলীরটেক ইউনিয়নে। উপজেলায় মোট নীট কৃষিজমি ৩ হাজার ৭৫৬ হেক্টরের মধ্যে ২ হাজার

হেক্টরের বেশি এ দুই ইউনিয়নে। তাই বক্তবলি ও আলীরটেক ইউনিয়নকে উপজেলার কৃষিরাজ্য বলা হয়।

কিছুদিন আগেও ছিল তীব্র খরা। ফসল উৎপাদনে পড়েছিলো বিরুপ প্রভাব। এর রেশ না কাটতেই এবার বানের জলে তলিয়েছে বিস্তীর্ণ ফসলি জমি। এতে দিশেহারা ইউনিয়ন দু’টির শতাধিক কৃষি পরিবার।

সরেজমিনে দেখা গেছে, দক্ষিনাঞ্চলে বন্যপরিস্থিতির কারণে দেশের অন্যন্য নদ-নদীর ন্যায় বেড়েছে ধলেশ্বরী নদীর পানিও। ফলে ধলেশ্বরী নদী বেষ্টিত বক্তাবলী ও আলীরটেত ইউনিয়নের কানাইনগর,রামনগর, মধ্যনগর, লক্ষ্মীনগর, আলীরটেক, কুড়েরপাড়, চর আলীরটেক,মাঝেরচর এলাকার ফসলি জমি তলিয়ে গেছে বানের পানিতে। এতে কয়েক লাখ টাকার ফসল বিনষ্টের পথে।

গতকাল এলাকাগুলো ঘুরে দেখা যায়, কিছুদিন আগেও যে আবাদী জমিতে নতুন ফসলের আধিপত্য ছিল তার সব এখন পানির নিচে। যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। এগুলো যে কৃষি জমি তা বুঝা যাচ্ছে ফসলের অবশিষ্ট দেখে। ডুবে গেছে বোরো ধানের চারাগুলোও। ধীরে ধীরে পচে ভেসে উঠছে পানির নিচে থাকা সবজি।


বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যমতে, গত ১৫ জুন থেকে ক্রমাগতভাবে বাড়ছে ধলেশ্বরী নদীর পানি। বর্তমানে ধলেশ্বরী নদীর পানি ৩ দশমিক ৪০ মিটার লেভেলে প্রবাহিত হচ্ছে। যা আগামী

দিনগুলোতেও বাড়বে বলে পূর্বাভাসে দেখানো হয়েছে। এমতাবস্থায় সম্প্রদি সময়ের মধ্যে বীজ রোপ ও নতুন ফসলের আশা করতে পারছে না স্থানীয় কৃষকরা।  স্থানীয় কৃষকরা বলছেন, তাদের মধ্যে অধিকাংশ কৃষক ঋণ করে

আবাদ করেছিলেন বর্গা নেয়া জমিতে। প্রতিবছর আষাঢ়ের শেষের দিকে নদীর পানি বেড়ে তা খাল হয়ে কিছুটা ফসলি জমিতে আসে। তবে বন্যার কারণে এবছর আষাঢ়ের শুরুতেই পুরো বিস্তীর্ণ ফসলি জমিতে তলিয়ে গেছে। এক মাস পড়ে হলেও এই ফসলগুলো ঘরে তোলা যেত।


Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.