× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বায়েজিদে অবৈধ ও ঝুঁকিপূর্ণ স্থাপনায় উচ্ছেদ অভিযান

চট্টগ্রমা ব্যুরো

২৩ জুন ২০২২, ০৬:৫৫ এএম

চট্টগ্রাম নগরীর পাহাড় ঘেঁষা বায়েজিদ বাইপাস সড়কের বড়ইতলি এলাকার পাহাড়ে অবৈধ ও ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। বৃহস্পতিবার (২৩ জুন) সকালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপকেষর অপারেশন বিভাগ- ১ এ অভিযান পরিচালনা করছে।

সরেজমিনে দেখা যায়, পাহাড়ের চূড়ায় ও পাহাড়ের কোল ঘেঁষে আশেপাশে গড়ে ওঠেছে অবৈধ অনেক বসতি। মাইকিং ও নানাভাবে তাগাদা দেয়ার পরও বসতি ছেড়ে না যাওয়ায় সেখানে অভিযান পরিচালনা করেছে সিডিএ।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা চৌধুরীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ছয় নম্বর কালভার্টের পরে বড়ইতলা এলাকায় বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়।

এ সময় তিনি বলেন, দখলমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে। কেউ স্বেচ্ছায় দখল ছাড়তে না চাইলে যথাযথ আইনী ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.