× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রামগঞ্জে আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা

২৩ জুন ২০২২, ০৯:৪৯ এএম

আজ ঐতিহাসিক ২৩ জুন। ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ।

১৯৪৯ সালের ২৩ জুন পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়।

প্রতিষ্ঠার সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে আটক ছিলেন। লক্ষীপুরের রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২৩জুন বৃহস্পতিবার বিকেলে পৌরসভার খান টাওয়ারে ওই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

লক্ষ্মীপুর-১ আসেনে সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ড.আনোয়ার হোসেন খানের সার্বিক তত্ত্বাবধানে এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি শফিক মাহমুদ পিন্টুর সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেলাল আহম্মেদের সঞ্চালনায় বক্ত ব্যরাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আ.ক.ম রুহুল আমিন, পৌরসভার মেয়র আবুল খায়ের পাটোয়ারী, উপজেলা যুবলীগের আহবায়ক সৈকত মাহমুদ সামছু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিবুল হাসান মাসুদ, পৌর কাউন্সিলর সামছুল ইসলাম সুমন, রাশেদুল ইসলাম রাশেদ, ১নং কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাছির উদ্দীন খান, ৫নং চন্ডিপুর ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি মোঃ কামাল হোসেন ভূইয়া, ২নং নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সহেল পাটোয়ারী, ৯নং ভোলাকোট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিনুল হক টিপু, দরবেশপুর ইউনিয়ন আওয়ামিলীগের সাধারন সম্পাদক মোঃ ঈমন হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সহেল রানা, যুগ্ন আহবায়ক দেওয়ান ফয়সাল, উপজেলা কৃষকলীগের সভাপতি লেদু মাল, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন লিটন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ প্রমুখ।

আলোচনা সভা শেষে নেতৃবৃন্দ পৌর শহরের প্রধান প্রধান সড়কে মিছিল ও র‌্যালী অনুষ্ঠিত হয়।


Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.