× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হাতিয়ায় পরিত্যক্ত অবস্থায় মিললো এলজি-কার্তুজ

নোয়াখালী প্রতিনিধি

২৩ জুন ২০২২, ১৭:২৭ পিএম

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় পরিত্যক্ত অবস্থায় একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুন) রাত ২ টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের মেঘনা নদীর পাড় সংলগ্ন সরকারি ফরেস্টের বাগান থেকে এসব উদ্ধার করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ জুন) রাত ২ টার দিকে জাহাজমারা ইউনিয়নের জাহাজমারা বাজার টু কাটাখালী ঘাট গামী সড়কের উত্তরে মেঘনা নদীর পাড় সংলগ্ন সরকারি ফরেস্টের বাগান থেকে একটি পলিথিন উদ্ধার করে পুলিশ। এসময় পলিথিন ব্যাগের ভেতর তল্লাশি করে কালো কসটেপ দিয়ে পেঁচানো ট্রেগারযুক্ত একটি দেশীয় তৈরি এলজি ও কমলা রংয়ের দুই রাউন্ড কার্তুজ পাওয়া যায়। পরবর্তীতে উপস্থিত সবার সামনে জব্দ করা হয়।

 হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আব্দুল হালিমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আমরা কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ববে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.