× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মতলব দক্ষিণে বর্ণাঢ্য আয়োজনে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপিত

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

২৫ জুন ২০২২, ০৭:২০ এএম

 ২৫ জুন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান ভার্চুয়াল (প্রজেক্টর) মাধ্যমে উপভোগ করা হয়।

এ উপলক্ষে সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে সহস্রাধিক জনগণের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে মতলবের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হক।

সম্পূর্ণ অনুষ্ঠানটি উপজেলা পরিষদের হলরুমে পজেক্টরের মাধ্যমে উপভোগ করার পর শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হক। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লিয়াকত হোসেন প্রধান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন মজুমদার, উপজেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, মোফাজ্জল হোসেন, উপাদী দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ গোলাম মোস্তফা প্রধান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম সরকার, মতলব পৌর কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক গণেশ ভৌমিক, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আল-ইমরান চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক শ্যামল চন্দ্র দাস, মতলব পৌর কৃষক লীগের আহ্বায়ক গোলাম হায়দার মোল্লা, মতলব পৌরসভার কাউন্সিলর পিন্টু সাহা, কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম রিয়াদ, আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন বাবুল, আনোয়ার সরকারসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষার্থীবৃন্দ।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.