× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আওয়লিয়ানগর রেল স্টেশনে ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল

২৯ জুন ২০২২, ০৩:০৮ এএম

ময়মনসিংহের ত্রিশালের আওয়লিয়ানগর রেল স্টেশনের আউটার সিগনালের কাছে ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে ময়মনসিংহ কেওয়াটখালী লোকো শেড থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে ইঞ্জিন সরিয়ে নিলে ঘণ্টাখানেক পর আবার শুরু হয় ট্রেন চলাচল।

বুধবার (২৯ জুন) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ রুটে ত্রিশালের আউলিয়ানগর স্টেশনের আউটার সিগনালের কাছে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার এ ঘটনা ঘটে। পরে পৌনে ৯টার দিকে ইঞ্জিন সরিয়ে নিলে ঢাকা ময়মনসিংহ রেল যোগাযোগ সচল হয়।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশের উপ-পরিদর্শক দীপক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বুধবার সকালে ময়মনসিংহ স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি। পথে ত্রিশালের আউলিয়া নগর স্টেশনের আউটার সিগনালের কাছে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে খবর পেয়ে ময়মনসিংহ কেওয়াটখালী লোকো শেড থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে ইঞ্জিন সরিয়ে নিলে ঘণ্টাখানেক পর ট্রেন চলাচল আবার শুরু হয়।


 



Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.