× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাতক্ষীরা সীমান্তে বিজিবি-বিএসএফ মৈত্রী ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি

২৯ জুন ২০২২, ০৮:২৫ এএম

সাতক্ষীরার ভোমরা সীমান্তের বিপরিতে ভারতের ঘোজাডাঙ্গায় বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি-বিএসএফ এর মধ্যে মৈত্রী ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯জুন) দুপুরে ভারতের অভ্যন্তরে ১৫৩ ব্যাটালিয়ন বিএসএফ এর ঘোজাডাংগা ক্যাম্প সংলগ্ন ফুটবল মাঠে উক্ত ভলিবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বাংলাদেশী সীমান্তরক্ষী বাহিনী বিজিবি দল সে দেশের বিএসএফ দলকে ২-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাদী, খুলনার সেক্টর কমান্ডার কর্ণেল মামুনূর রশীদ, সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আল-মাহমুদ, যশোর রিজিয়নের পরিচালক অপারেশন লেঃ কর্ণেল মোহাম্মদ আনোয়ারুল মাযহার, সাতক্ষীরা ৩৩ বিজিবির পরিচালক অপারেশন েেমজর রেজা আহমেদসহ ১২ জন খেলোয়াড় এবং ১১ জন অন্যান্য পদবীর বিজিবি সদস্যরা। এদিকে, ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ এর পক্ষে সেখানে উপস্থিত ছিলেন, বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার, আইজি অতুল ফুলজুরি, ডিআইজি চীফ নোডাল অফিসার শ্রী এসএস গুলিরিয়া, ডিআইজি সেক্টর কমান্ডার শ্রী রাজেস কুমারসহ ৮ জন স্টাফ অফিসার এবং ১২ জন ভলিবল খেলোয়াড় এবং অন্যান্য পদবীর বিএসএফ সদস্যরা।

প্রতিযোগিতায় বিজিবি দল বিএসএফ দলকে ২-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এ সময়ে ভারতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় বিপুল সংখ্যক ভারতীয় নাগরিক উপস্থিত হয়ে উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করেন। এ ধরনের বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা দুদেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে উভয় পক্ষ এ সময় আশাবাদ ব্যক্ত করেন।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.