× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাটোরে ভুয়া কবিরাজ আটক, কারাদণ্ড

নাটোর প্রতিনিধি

২৯ জুন ২০২২, ০৯:৩৬ এএম । আপডেটঃ ২৯ জুন ২০২২, ০৯:৩৭ এএম

নাটোরে আগুন জ্বালিয়ে তন্ত্রমন্ত্রের মাধ্যমে রোগীর ওপর থেকে জিন, ভূত তাড়ানো ও বন্ধ্যাত্ব দূর করে সন্তানপ্রাপ্তির প্রলোভন দেখানো ভুয়া কবিরাজ বসির মিয়াকে আটক করেছে র‍্যাব।


মঙ্গলবার (২৮ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার বনবেলঘড়িয়া থেকে তাকে আটক করা হয়।

নাটোর র‍্যাব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গত ১৬ জুন যমুনা টেলিভিশনে ভুয়া ওঝা ও কবিরাজের দৌরাত্ম নিয়ে একটি প্রতিবেদন প্রচারিত হয়। সংবাদটি র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে গোয়েন্দা তৎপরতা শুরু করা হয়। এরই এক পর্যায়ে মঙ্গলবার বিকেলে তন্ত্রমন্ত্রের সরঞ্জামসহ বশির মিয়াকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়। এ সময় আটককৃত বশির ভ্রাম্যমাণ আদালতের সামনে আগুন জ্বালিয়ে তন্ত্রমন্ত্রের মাধ্যমে নানা সমস্যা সমাধানের মিথ্যা প্রতিশ্রুতি দেবার কথা স্বীকার করে।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শওকত মেহেদী সেতু ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৪ ও ৫২ ধারায় বশিরকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

পরে ভূয়া কবিরাজ বসিরকে নাটোর জেলা কারাগারে হস্তান্তর করা হয়।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.