× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাপাহারে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

৩০ জুন ২০২২, ০৪:২১ এএম

নওগাঁর সাপাহারে কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন বীজ, পেঁয়াজ বীজ, রাসায়নিক সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার উপজেলা পরিষদ  হল রুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২১-২০২২ অর্থ বছরে খরীপ-২ কৃষি পূর্ণবাসন  কর্মসূচির আওতায় ৪৫০ জন কৃষকের মাঝে রোপা আমন ধানের বীজ, গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধির লক্ষ্যে  ৫০ জন কৃষককে ১কেজি বীজ সহ ২০ কেজি ডিএপি সার, ২o কেজি করে এমওপি সার, প্রয়োজনমতো সুতলি, পলিথিন বিতরণ করা হয়। এসময় প্রত্যেক কৃষকের মাঝে মোবাইল একাউন্টের মাধ্যমে ২৮০০ টাকা প্রণোদনা প্রদান করা হয়।  

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন'র সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাপলা খাতুন,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান (টকি) প্রমূখ। 

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.