× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বকশীগঞ্জে ঈদে ভাড়া নৈরাজ্য রুখতে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

৩০ জুন ২০২২, ০৫:৪৩ এএম

জামালপুরের বকশীগঞ্জে পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে গণপরিবহণের ভাড়া নৈরাজ্য রুখতে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময়  সভা করেছেন উপজেলা প্রশাসন। 

৩০ জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে তার কার্যালয়ে বাস মালিক সমিতি, সিএনজি মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, সহকারী কমিশনার(ভূমি) মো. আতাউর রাব্বী, বকশীগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম সহ শ্রমিক নেতৃবৃন্দ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

মতবিনিময় সভায় ঈদ উদযাপন করতে আসা মানুষ যেন পরিবহনের ভাড়া নৈরাজ্যের শিকার না হন সেজন্য মালিক সমিতিকে সতর্ক করা হয়। সেই সঙ্গে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে বিভিন্ন রুটের ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়। 

ঈদ উপলক্ষে আগামি ১৩,১৪,১৫ ও ১৬ জুলাই ঢাকাগামী বাসের ভাড়া ৬৭৫ টাকা, বকশীগঞ্জ খেকে জামালপুর রুটে সিএনজি ভাড়া ১৪০ টাকা, বকশীগঞ্জ থেকে শেরপুর রুটে সিএনজি ভাড়া ১০০ টাকা, বকশীগঞ্জ থেকে রৌমারী রুটে সিএনজি ভাড়া জনপ্রতি ১৮০ টাকা ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়। তবে ১৬ তারিখের পর পূর্বের ভাড়া আদায় করতে মালিক সমিতিকে নির্দেশনা দেওয়া হয়েছে। 


Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.