× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার কোন বিকল্প নেই: প্রতিমন্ত্রী ড.শামসুল আলম

তুহিন ফয়েজ, মতলব প্রতিনিধি

০৩ জানুয়ারি ২০২২, ০২:৫২ এএম । আপডেটঃ ০৩ জানুয়ারি ২০২২, ০২:৫৬ এএম

শিক্ষিত জাতি ছাড়া উন্নত দেশ সম্ভব নয়। যে জাতি যত বেশী শিক্ষিত সে জাতি তত উন্নত। তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার কোন বিকল্প নাই। এজন্য বর্তমান শিক্ষা বান্ধব সরকার শিক্ষাখাতকে অগ্রাধিকার দিয়ে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। রোববার চাঁদপুরের মতলব উত্তর যুব উন্নয়ন ফোরাম আয়োজিত শিক্ষার মানোন্নয়ন শীর্ষক আলোচনা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম এসব কথা বলেন ৷

তিনি বলেন, বিশেষ করে শিক্ষা ব্যবস্থা প্রবর্তন ও বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বিনামুল্যে কোটি কোটি বই তুলে দিয়ে সরকার যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করেছে। পাশাপাশি উপবৃত্তি প্রদানসহ দেশের সকল জাতিগোষ্ঠিকে শিক্ষার আওতায় আনার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে। ফলে একদিকে কমে এসেছে ঝরে পড়ার হার, অপরদিকে বেড়েছে পাশের হার ও শিক্ষার মান।

রোববার দুপুরে মোহনপুর পর্যটন লিঃ ও মোল্লা লাইব্রেরীর সহযোগীতায়  উপজেলা চত্বরে  বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসানের সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম। এ সময় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, সমাজে ধর্মীয় শিক্ষার প্রয়োজন আছে, কারন ধর্মীয় শিক্ষা মানুষকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলে। তবে তথ্য প্রযুক্তির বিশ্বে দেশকে এগিয়ে নিতে হলে ধর্মীয় শিক্ষার পাশাপাশি কারিগরী শিক্ষাকেও গুরুত্ব দিতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নানামুখী দক্ষতা অর্জন করতে পারবে ৷

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড.নুরুল আমিন রুহুল,সাংবাদ সারাবেলা পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি,মোহমপুর পর্যটন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও আওয়ামীলীগ নেতা কাজী মিজানুর রহমান ৷

আরও বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল,মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, এ  এসপি (মতলব )  সার্কেল ইয়াছির আরাফাত,মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ শাহজাহান কামাল, নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে, এম, তাজুল ইসলাম, বেগমপুর সঃ প্রাঃ বিঃ প্রধান শিক্ষক লাভলী আক্তার, যুব উন্নয়ন ফোরামের সভাপতি ফারুক হোসেন, সদস্য মহাসিন মিয়া মানিক প্রমুখ ৷

আলোচনা শেষে মোহনপুর পর্যটন লিঃ ও মোল্লা লাইব্রেরীর সহযোগীতায় প্রাথমিক বিদ্যালয়ের ৩০ ও মাধ্যমিক বিদ্যালয়ের ৪০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির  টাকা প্রদান করা হয় ৷


Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.