× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চাঁদপুরে ১৬ জনকে ১ কোটি ২৮ লাখ টাকার চেক বিতরণ

চাঁদপুর প্রতিনিধি

০৪ জুলাই ২০২২, ০২:১০ এএম

চাঁদপুরে বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় কোন সরকারি কর্মচারীর মৃত্যুবরণ এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতা জনিত ১৬ জনকে ৮ লাখ করে ১ কোটি ২৮ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (৪ জুলাই) সকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।  তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, সরকার যে সুশাসন করছেন তার এটা একটা উদাহরণ। বেঁচে থাকার ব্যাপারটা আল্লাহপাক নির্ধারিত করে রেখেছেন। যিনি চলে গেছেন তাঁর পরিবারের জন্যে সমবেদনা জানাচ্ছি। যারা চলে গেছেন তার পরিবারের সদস্যদের অনেক কাজ থেকে যায়।  যাদের সন্তান রয়েছে তাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

জেলা প্রশাসক উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের সন্তানদেরকে ভালো মানুষতো করবেনই তাদের পড়াশুনার ব্যাপারটা আগেই চিন্তা করে জায়গাটা ঠিক করে দিবেন। আজকে আমি এখানে আপনাদেরকে বলছি নিজের পরিবারের সতস্য মনে করে। সন্তানদেরকে পরিকল্পনা করে যদি পড়াশুনা করাই তাহলে ভবিষ্যতে আর কোন সমস্যা হবে না। সন্তানরা কি করছে তার দিকে বিশেষ খেয়াল রাখতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী প্রমূখ। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এআরএম জাহিদ হাসান।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.