× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পলাশে ১২ দিনব্যাপী শিক্ষক সুপারভাইজারদের বুনিয়াদী প্রশিক্ষণ শুরু

নরসিংদী প্রতিনিধি

০৪ জুলাই ২০২২, ০৬:২৩ এএম

নরসিংদীর পলাশে গ্রাম বিকাশ সহায়ক সংস্থার বাস্তবায়নে ও নরসিংদী জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে ১২ দিনব্যাপী শিক্ষক- সুপারভাইজারদের এক বুনিয়াদী প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বুনিয়াদী প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

এসময় জিবিএসএস এর নির্বাহী পরিচালক মাসুদা ফারুক রত্না সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও গ্রাম বিকাশ সহায়ক সংস্থার চেয়ারম্যান সাজেদা বানু, উপজেলা কৃষি অফিসার আবু নাদির এসএ সিদ্দিকী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার দিলরুবা ইয়াসমিন ও উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসরিন আক্তার। গ্রাম বিকাশ সহায়ক সংস্থার সদস্য মো. এমরান  হোসেনের সঞ্চালনায় বুনিয়াদী প্রশিক্ষণে উপজেলার ৩৫ জন শিক্ষক-শিক্ষিকা ও ৩ জন সুপারভাইজার অংশগ্রহণ করেন।


Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.