× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভুঞাপুরে যমুনার করাল থাবায় বিলীন দেড় হাজার বসতভিটা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

০৫ জুলাই ২০২২, ০২:১০ এএম

টাঙ্গাইলের ভুঞাপুরে যমুনা নদীতে আবারও পানি বৃদ্ধি পাওয়ায় ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। এতে একে একে ভাঙছে বসতভিটা, ঘরবাড়িসহ ফসলি জমি। নিঃস্ব হচ্ছে নদী তীরবর্তী অসংখ্য পরিবার। স্থায়ী বাঁধ নির্মাণে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ভাঙনরোধ সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয়রা। ফলে এসব ভাঙনকবলিত মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সরেজমিনে মঙ্গলবার (৫ জুলাই) সকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চিতুলাপাড়া এলাকায় ঘুরে দেখা গেছে, পানির তীব্র স্রোতে বসতভিটা ব্যাপকহারে ভাঙছে। ভাঙনের মুখে পড়া লোকজন তাদের থাকার ঘরগুলো অন্যত্র সরিয়ে নিচ্ছে। আবার অনেকের ঘরবাড়িগুলো নিমিষেই বিলীন হচ্ছে। বসতভিটা হারানো মানুষগুলো আহাজারি করছে।

ভাঙনের শিকার জহুরা বেগম বলেন, আমাদের গ্রামে প্রায় হাজারের ওপরে বাড়িঘর নদী গর্ভে চলে গেছে। আমরা এখন নিঃস্ব। আমাদের এখন থাকার মতো কোনো জায়গা-জমি নেই। ঘরে নেই খাওন। এ অবস্থায় সরকারিভাবে কোনো ধরনের সাহায্য-সহযোগিতা পাইনি।

মোঃ রুবেল বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে শত শত বাড়িঘর নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এসব দেখার কেউ নেই। জনপ্রতিনিধিরা শুধু নৌকা দিয়ে দূর থেকে দেখে চলে যায়। ভাঙনরোধে তাদের কোনো উদ্যোগ নেই।

উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে গোবিন্দাসী, নিকরাইল, অর্জুনা ও গাবসারায় যমুনার করালগ্রাসে প্রায় এক মাসের ব্যবধানে ১৫০০ ঘরবাড়ি ও ফসলি জমি নদী গর্ভে চলে গেছে। তার মধ্যে গোবিন্দাসীতে সাড়ে ৫০০, নিকরাইলে ২৫০, অর্জুনায় ৪০০ এবং গাবসারায় ৩০০ শতাধিক পরিবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে অসংখ্য পরিবার বসতভিটা হারিয়ে আত্মীয়-স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। এতে করে মানবেতর জীবনযাপন করছেন তারা।

গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন চকদার জানান, অত্র ইউনিয়নের কষ্টাপাড়া, খানুরবাড়ি, চিতুলিয়াপাড়া ও ভালকুটিয়ায় ভাঙনরোধে এমপি মহোদয়ের উদ্যোগে জিও ব্যাগ ফেলা হচ্ছে।

অর্জুনা ইউপি চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব জানান, চরাঞ্চলের বাসুদেবকোল ও তালতলাসহ বেশ কয়েকটি এলাকার প্রায় ৪শ ঘরবাড়ি নদী গর্ভে চলে গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান জানান, ভাঙনের ব্যাপারে জেলা পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। ভাঙনরোধে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.