× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যানজটের নগরী ঢাকা এখন 'ফাঁকা'

মশিউর অর্ণব

০৯ জুলাই ২০২২, ১১:৫৩ এএম

রাত পোহালেই ঈদুল আজহা। কোরবানির এই ঈদের আনন্দ প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করতে ঢাকা ছেড়েছেন অনেকে। বাকিরা ঢাকাতেই রয়ে গেছেন ঈদ উদযাপনের জন্য। ফলে কোটি কোটি মানুষের বসবাসের শহর রাজধানী ঢাকা কার্যত ফাঁকা হয়ে পড়েছে।

এদিন সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে ঘরমুখো মানুষের চাপ লক্ষ করা গেলেও বিকেল নাগাদ তা অনেকটাই কমে এসেছে। ঈদের একদিন আগে আজও অনেককে বাড়ি ফিরতে দেখা গেছে। সড়কপথে, রেলপথে ও নৌপথে যাত্রীর চাপ রোজার ঈদের চেয়ে তুলনামূলক বেশি ছিল।

রামপুরা, বাড্ডা, মালিবাগ, পল্টন, গুলিস্তান, সায়েদাবাদ, শাহবাগ ও ধানমন্ডি এলাকা ঘুরে দেখা যায়, হাতেগোনা কিছু যানবাহন চলছে। তার মধ্যে কিছু গণপরিবহন, কিছু ব্যক্তিগত গাড়ি। এছাড়া সিএনজির পাশাপাশি অটোরিকশাও চলছে ফাঁকা রাস্তায়।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.