× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মতলবের মেঘনায় ৩ জেলে আটক, নৌকা-জাল জব্দ

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

২৭ জুলাই ২০২২, ০৭:০৫ এএম

চাঁদপুরের মতলবের মেঘনা নদীতে জাটকা নিধন অভিযানে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে ৷  বুধবার (২৭ জুলাই)  উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ মৎস্য সংরক্ষণ  আইন বাস্তবায়নে মেঘনা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় ৷

মোবাইল কোর্টে ইঞ্জিনচালিত ১টিসহ ২টি নৌকা, ৩ জন জেলে এবং ৫০ হাজার মিটার  কারেন জাল জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন  মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির  ইনচার্জ (পুলিশ পরিদর্শক ) মোঃ মনিরুজ্জামান৷
জানা যায়,মতলব উত্তর  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিস্ট্রেড আশরাফুল হাসানের নেতৃত্বে বুধবার দুপুরে মতলব উত্তরের মেঘনা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে  ২টি নৌকা ৩ জন জেলেসহ ৫০ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয় ৷ আটককৃত ১ জেলেকে মুসলেকা ও ২ জেলেকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করে তাদের ছেড়ে দেওয়া হয় ৷ জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয় এবং মাছধরার নৌকাগুলো বিনস্ট করা হয়েছে বলে জানা যায় ৷

মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন,  সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, সহকারী মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামান,মোহনপুর নৌপুলিশ  ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোঃ মনিরুজ্জামানসহ নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা ৷

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.