× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে সীমান্ত অতিক্রমের সময় দালালসহ ২৯ জন আটক

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

২৭ জুলাই ২০২২, ০৮:৫৬ এএম

চোরাই পথে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের সময় মহেশপুর সীমান্ত এলাকা থেকে নারী-শিশু,পুরুষ ও দালালসহ ২৯ জনকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি’র সদস্যরা। 

বুধবার বিকালে মহেশপুর ৫৮ বিজিবি’র অতিরিক্ত পরিচালক তসলিম তারেক স্বাক্ষরিত এক প্রেস ব্রিফিংয়ে জানান, মঙ্গলবার ভোর রাতে যাদবপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা চোরাই পথে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের সময় সীমান্তের কানাইডাঙ্গা গ্রামের রাস্তার উপর থেকে ২জন পুরুষ,৪ জন নারী ও বুধবার ভোরে পলিয়ানপুর ও মাটিলা বিজিবি ক্যাম্পের সদস্যরা কাজীরবেড় বটতলা ও জলুলী গ্রামের পাকা রাস্তার উপর হতে ১৫ জন পুরুষ, ২ জন নার ,৩ জন শিশু, ১টি ইজিবাইক ও ১জন দালালসহ মোট ২৩ জন বাংলাদেশী নাগরিক সকলকে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে আটক করা হয়। 

আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশ প্রবেশের চেষ্টা করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।


Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.