× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দক্ষ জনশক্তি তৈরিতে গৌরনদীতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

৩০ জুলাই ২০২২, ০৪:২৩ এএম

দক্ষ জনশক্তি তৈরি বেকারত্ব দূর করতে বরিশালের গৌরনদীতে নির্মিত হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। ঢাকা-বরিশাল মহাসড়কের কোল ঘেঁষে গৌরনদী পৌরসভার ৩নং ওয়ার্ডের বড় কসবা গ্রামে দেড় একর জমির উপর নির্মাণ করা হচ্ছে প্রশিক্ষণ কেন্দ্রটি।

প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি, কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো বিভাগের অধীনে ৪০টি উপজেলায় ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ প্রকল্পের অধীনে প্রশিক্ষণ কেন্দ্রটি নির্মিত হচ্ছে। এখানে ছয়টি ট্রেডে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে। ইতোমধ্যে একাডেমিক ভবন, অধ্যক্ষের বাসভবন ডরমেটরি ভবনের কাজ ৮০ শতাংশ শেষ হয়েছে। প্রত্যন্ত গ্রামে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে জেনে এলাকাবাসী আশায় বুক বেঁধেছে।

বরিশাল জেলা প্রশাসন গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, জনশক্তি, কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর চাহিদা অনুযায়ী ২০১৭ সালে ১কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে গৌরনদী পৌরসভার ৩নং ওয়ার্ডের বড় কসবা গ্রামে দেড় একর জমি অধিগ্রহণ করে জেলা প্রশাসন। অধিগ্রহনের সব প্রক্রিয়া শেষে ওই বছরের ০২ মে জনশক্তি, কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোকে জমি বুঝিয়ে দেওয়া হয়। পরে গণপূর্ত বিভাগ ২০ কোটি ৭ লক্ষ টাকা ব্যয়ে দরপত্র আহ্বান করে। গণপূর্ত বিভাগের দরপত্রে অংশ নিয়ে বরিশালের ঠিকাদার প্রতিষ্ঠান কহিনুর এন্টারপ্রাইজ কাজটি পায়। ওই বছরের নভেম্বর মাসে ওই কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মন্ত্রী ইমরান আহমেদ(এমপি)। গণপূর্ত বিভাগের দরপত্রে অংশ নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ২০২০ সালের নভেম্বরের দিকে কাজ শুরু করে। ২০ কোটি লাখ টাকা ব্যয়ে একাডেমিক ভবন, ডরমেটরি, অধ্যক্ষের বাসভবন, বৈদ্যুতিক সাব স্টেশন, পাম্প হাউজ, গ্যারেজ, ডিপ টিউবওয়েল, প্রয়োজন অনুযায়ী আরসিসি রোড, সীমানা প্রাচীর গেট (ফটক) নির্মাণ কাজ চলছে। নির্মাণ কাজ দ্রুত গতিতে চলমান রয়েছে। চলতি বছরের শেষের দিকে ভবনের কাজ গনপূর্ত বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয় সাইফুল ইসলাম, গৌরঙ্গ বিশ্বাস, তারিক হাসান, মহিউদ্দিনসহ আরও অনেকে সংবাদ সারাবেলাকে বলেন, একটি কারিগরি প্রতিষ্ঠান এলাকার পুরো প্রেক্ষাপট পাল্টে দিতে পারে। বর্তমানে গৌরনদী থেকে কোনো লোক যদি কারিগরি প্রশিক্ষণ নিতে চায় তাহলে বিভাগীয় শহর বরিশাল অথবা ঢাকা যেতে হতো। যা অনেকের জন্য অসম্ভবও ছিল। এখানে প্রশিক্ষণ কেন্দ্রটি হওয়ায় এলাকার বেকার যুবকেরা প্রশিক্ষণ নিয়ে চাকরির পাশপাশি কর্মসংস্থানও সৃষ্টি করতে পারবে। যা দেশের বেকার সমস্যা দূর করতে ভূমিকা রাখবে।

ঠিকাদারি প্রতিষ্ঠান কহিনুর এন্টারপ্রাইজের প্রকৌশলী মোঃ মাইনুল ইসলাম সংবাদ সারাবেলাকে বলেন, আমরা খুব গুরুত্বের সঙ্গে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কাজ তদারকি করছি। প্রতিদিন প্রায় ৮০ জন শ্রমিক কাজ করেন। ইতোমধ্যে অধ্যক্ষের বাসভবন একাডেমিক ভবনের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। আশা করি নির্ধারিত সময় ২০২২ সালের মধ্যেই সকল কাজ শেষে জনশক্তি, কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর কাছে ভবনগুলো হস্তান্তর করতে পারব।

গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি খোকন আহম্মেদ হীরা সংবাদ সারাবেলাকে বলেন, আমাদের উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ অনেক সুখের বিষয়। এখানে আমাদের বেকার ছেলে-মেয়েরা প্রশিক্ষণ নিয়ে যেমন চাকরির বাজারে নিজেদের যোগ্য করে তুলতে পারবে। তেমনি নিজেরা নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারবে। প্রশিক্ষণ কেন্দ্রটি সার্বিকভাবে গেীরনদী উপজেলাসহ অঞ্চলের মানুষের কল্যাণে ভূমিকা রাখবে।

বরিশাল টিটিসির অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো.গোলাম কবির জানান, কেন্দ্রেটিতে ৭৫জন জনবল নিয়ে ৬টি ট্রেডে ১৫টি কোর্স চালু হবে। এতে প্রায় ৪২জন প্রশিক্ষক থাকবে। এ অঞ্চলে দক্ষ জনশক্তি গড়তে প্রশিক্ষণ কেন্দ্রটি অগ্রণী ভূমিকা রাখবে।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস জানান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটির ভবনের কাজ সমাপ্তির পর একাডেমিক কার্যক্রম শুরু হবে। কেন্দ্রটির কার্যক্রম শুরু হলে শিক্ষিত তরুন-তরুনীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষিত হয়ে দেশ বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবে। কেন্দ্রটি নির্মাণের ফলে গৌরনদী উপজেলাবাসীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে বলেও জানান তিনি।

এব্যাপারে বরিশালের সাবেক জেলা প্রশাসক জনশক্ষি কর্মসংস্থান ব্যুারোর বর্তমান মহাপরিচালক মো.শহিদুল আলম(এনডিসি) বলেন, দক্ষদক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ, সম্মান দুই মেলেবিদেশে যেতে গেলে দক্ষ হয়ে যেতে হবে, আর দক্ষ হতে হলে  প্রশিক্ষণ নিতে হবে। দক্ষ মানুষ সারাবিশ্বের মানুষের উপকারে লাগে। কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা অনুধাবন করে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি কর্মসংস্থান ব্যুারো ৪০টি উপজেলায় একটি করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চট্রগ্রামে একটি ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপন শীর্ষক প্রকল্প গ্রহন করেছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বহির্বিশ্বের শ্রমবাজারে দক্ষ শ্রমশক্তি রপ্তানির করে কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি স্থানীয় জনগন নিজ এলাকায় থেকে কারিগরি প্রশিক্ষণ গ্রহন করে নিজেদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারবে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.