× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নেত্রকোনার শ্যামগঞ্জে দূর্ঘটনা রোধে নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ মানববন্ধন

নেত্রকোনা প্রতিনিধি

৩০ জুলাই ২০২২, ০৭:১৮ এএম

নেত্রকোনার শ্যামগঞ্জ বিরিশিরি সড়কে দিনের বেলায় বালু ভর্তি ট্রাক চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে পূর্বধলা উপজেলাবাসী। শনিবার দুপুরে পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের চৌরাস্তায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণীর পেশার মানুষ।

গত এক বছরে প্রায় এই সড়কে বেপরোয়া ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে প্রাণ হারিয়েছে নারী, শিশুসহ অন্তত প্রায় অর্ধশত মানুষ। এ অবস্থায় দুর্ঘটনা রোধে দিনের বেলায় দুর্গাপুরের সোমেশ্বরী নদীর বালু বোঝাই ট্রাক, বেপরোয়া চলাচল নিষিদ্ধ, ভেজা বালু পরিবহণ বন্ধসহ ৭ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন স্থানীয় সচেতন নাগরিকরা। পরে বিক্ষোভকারীরা অতিরিক্ত বালু পরিবহনকারী বেপরোয়া ট্রাক আটকে দিতে থাকলে আন্দোলনের খবর শুনে পুলিশ বিষয়টি তাৎক্ষণিক সমাধানে বেশ কয়েককটি ওভারলোড ট্রাক আটকে ড্রাইভিং লাইসেন্স বিহীন ও অপ্রাপ্ত বয়স্ক চালকদের আটকে মামলা দিয়ে দেয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ নেতা বুলবুল আহমেদ, জাতীয় পার্টির নেতা ওয়াহিদুজ্জামান, স্বেচ্ছাসেবী উদ্যোক্তা রাজিবুল ইসলাম সহ স্থানীয়রা। 

এসময় বক্তারা জানান, স্থানীয় ও বেসরকারি বিভিন্ন সংগঠনের হিসাব মতে সড়কটি নির্মাণ হওয়ার পর গেল চার বছরে দেড় শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে শুধুমাত্র বালুবাহী বেপরোয়া ট্রাক চলাচলের কারণে। 

তারা আরও জানান, গত ২৫ জুলাই দুপুরে পূর্বধলার শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের মহিষবেড় এলাকায় ট্রাক ও অটো রিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন স্থানীয় ধান ব্যবসায়ী সুরুজ আলী, (৬০) কৃষক শাহজাহান (৩০)। গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলেও চিকিৎসাধীন অবস্থায় অটো চালক জুনায়েদ মিয়া মারা যান। 

পরে আন্দোলনকারীদের পক্ষে সচেতনতায় মানববন্ধনের উদ্যোক্তা রাজিবুল ইসলাম রাজিব ৭ দফা দাবী তুলে ধরে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও স্থানীয় প্রশাসন বরাবরে স্মারকলিপি প্রদান করেন।


Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.