× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মৌলভীবাজারে পুলিশের বাড়তি সতর্কতা

মৌলভীবাজার প্রতিনিধি

০১ আগস্ট ২০২২, ০৫:২৭ এএম

ভোলায় রবিবার বিএনপির মিছিলে পুলিশের গুলিতে আব্দুর রহিম মাতবর নামক স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত এবং আরও শতাধিক আহত হওয়ার ঘটনায় বিএনপির নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। বিএনপি এই ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার  গায়েবানা জানাজাসহ ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। আর এতে সতর্ক অবস্থার নিয়েছে পুলিশ ।  সোমবার সকাল থেকে জেলা সদর সহ জেলাজুড়ে পুলিশ বাড়তি সতর্কতা নেওয়া হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯ টার আগেই মৌলভীবাজার শহরের চৌমুহনী পয়েন্ট, কুসুমবাগ মোড় , প্রেসক্লাব মোড়, শাহ মোস্তফা রোড, পশ্চিম বাজার এলাকা, কলেজ পয়েন্ট মিছিল সমাবেশ হতে পারে এমন সকল স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ রিপোর্ট  লেখার সমিয় বিকেল ৩ টা  পর্যন্ত শহরে পুলিশের টহল অব্যাহত আছে।
এ বিষয়ে জানতে চাইলে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া 'সংবাদ সারাবেলা'কে বলেন বিএনপি ও  স্বেচ্ছাসেবক দলসহ তাদের সহযোগী সংগঠনের কর্মীরা মিছিলের নামে যে কোনো নাশকতার চেষ্টা করতে পারে এই  আশংকা থেকে বাড়তি নিরাপত্তা  ব্যবস্থা নেওয়া হয়েছে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.