× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চবিতে ছাত্রলীগের পদবঞ্চিতদের বিক্ষোভ

চট্টগ্রাম ব্যুরো

০১ আগস্ট ২০২২, ০৫:২৮ এএম

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি কর্তৃক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ঘোষিত কমিটিতে যথাযথ মূল্যায়ন না করার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে বিক্ষোভ করেছে পদবঞ্চিত নেতা-কর্মীরা। সোমবার (১ আগস্ট) সকাল থেকে পদবঞ্চিতরা অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস অবরোধের ডাক দিয়েছেন। সুষ্ঠু কমিটির দাবিতে এই আন্দোলন করছেন বলে জানিয়েছেন তারা।

এদিন বিশ্ববিদ্যালয়ে কোন শাটল ও শিক্ষক বাস পৌঁছতে দেয়নি অবরোধকারীরা। এসময় টায়ার জ¦ালিয়ে তাদের শ্লোগান দিতে দেখা গেছে। দীর্ঘ তিন বছর পর রোববার মধ্যরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। তবে কমিটিতে পদ নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পূণাঙ্গ কমিটিতে অছাত্র, ইয়াবা ব্যবসায়ী ও জামাত শিবিরের সহযোগীরা স্থান পেয়েছে বলে পদবঞ্চিতদের অভিযোগ। ফলে পূর্ণাঙ্গ কমিটি বাতিল করে যোগ্য ত্যাগীদের মূল্যায়ণের দাবিতে সোচ্চার রয়েছে অবরোধকারীরা।

এসময় অবরোধকারীরা বলেন, “আমরা তিনটি দাবিতে অবরোধ করছি। ইয়াবা ব্যবসায়ী ইলিয়াসকে কমিটি থেকে বাদ দিতে হবে, অছাত্র ও বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্তদের কমিটি থেকে বহিষ্কার করতে হবে এবং আমরা যারা দীর্ঘ সময় ধরে ছাত্রলীগ ও শেখ হাসিনার জন্য কাজ করে যাচ্ছি কমিটি বর্ধিত করে তাদের পদ দিতে হবে।’

এদিকে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শহিদুল ইসলাম বলেন, ‘ছাত্রলীগের একটা অংশ যারা পদ পায়নি তারা অবরোধ করছে। বিশ্ববিদ্যালয়ের শাটল ও শিক্ষক বাস আসতে দিচ্ছে না তারা। শাটলের ড্রাইভারকে অপহরণ করে নিয়ে গেছে ঝাউতলা থেকে। যেহেতু এটা ছাত্রলীগের কেন্দ্রীয় বিষয় আমরা বলতে পারছি না অবরোধ কখন শেষ হবে। তবে আমরা ওদের সাথে কথা বলছি।’

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.