× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সেনাবাহিনীর ১০ ঘন্টার প্রচেষ্টায় সড়কে যানচলাচল স্বাভাবিক

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

০১ আগস্ট ২০২২, ০৬:২৪ এএম

পাহাড় ধসে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলা ও রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সড়ক যোগাযোগ। 

রবিবার (৩১ জুলাই) রাত ৯টায় দীঘিনালা - মারিশ্যা সড়কের অজলচূগ বনবিহার এলাকায় পাহাড় ধসে পড়ে। এতে বন্ধ হয়ে যায় ওই এলাকার সড়ক যোগাযোগ। 

খবর পেয়ে রাতেই সড়কের মাটি সরানোর কাজ শুরু করে বাঘাইহাট জোনের সেনাবাহিনী। পরে তাদের সাথে যোগদেয় যুব রেডক্রিসেন্টের সদস্যরা। রাতে সড়কের একাংশের মাটি সরিয়ে মোটরসাইকেল ও সিএনজি চলাচলের পথ বের করা হয়।

পরে সোমবার (১ আগস্ট) সকালে সড়ক ও জনপথ বিভাগের লোকজন সেনাবাহিনীর সহায়তায় সড়কের সব মাটি সরিয়ে ফেলেন। এতে দীর্ঘ ১০ ঘণ্টা পর ভারী যান চলাচল স্বাভাবিক হয়। এসময় সড়কে চলাচল করা যানবাহন ও যাত্রীদের সতর্ক করা হয়। 

এবিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার বলেন, ’বর্ষা মৌসুমে পাহাড়ের মাটি নরম হয়ে যায়। এর ফলে মাঝেমধ্যেই এই সড়কে পাহাড় ধসের ঘটনা ঘটে। তবে সবাই সতর্ক থাকায় কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।’

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.