× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নারায়ণগঞ্জে এসপি অফিসের পাশের সড়কে কিশোর খুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

০১ আগস্ট ২০২২, ০৬:২৬ এএম

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সজীব (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে৷ গতকাল রোববার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে৷নিহত সজীব শহরের চাষাঢ়া রামবাবুর পুকুরপাড়ের ছোট মসজিদ এলাকার কামাল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী এক আইনজীবীর সহকারী সিদ্দিকুর রহমান জানান, আদালতপাড়া থেকে কাজ শেষে ফেরার পথে এসপির কার্যালয়ের পাশে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে রক্তাক্ত অবস্থায় সজীবকে পড়ে থাকতে দেখতে পান৷ স্থানীয় লোকজনের সহযোগিতায় ব্যাটারিচালিত বাহন মিশুকে করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক সজীবকে মৃত ঘোষণা করেন৷

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাবিনা ইয়াসমিন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ছেলেটি মারা গেছে। তার বুকে জখম রয়েছে৷

নিহত সজীবের বডৃ বোন শাহীনূর বলেন, তিন ভাইবোনের ছোট সজীব৷ সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে৷ পড়াশোনা ছেড়ে দিয়ে বর্তমানে বেকার৷ তাদের বাবা ভাঙারির কাজ করেন৷

‘রাত ৮টার কিছুক্ষণ পূর্বে বাসা থেকে বের হয় সজীব৷ বলছে, বাসার সামনে থেইকা আসতাছি৷ কার লগে গেছে জানি না৷ রাত পৌনে এগারোটার দিকে সজীবের খবর পান৷’ কাঁদতে কাঁদতে বলেন সজীবের বোন৷

অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) নাজমুল হাসান বলেন, ‘মরদেহের ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা হয়েছে৷ দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে৷ এটি ছিনতাই নাকি পূর্বের দ্বন্দ্ব সে বিষয়ে তদন্ত চলছে৷’

ঘটনাস্থলের পাশে জেলা পুলিশ সুপার কার্যালয় ছাড়াও জেলা ও দায়রা জজ আদালত এবং জেলা প্রশাসকের কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয় রয়েছে৷ পাশেই চাঁদমারী বস্তি এলাকা৷ স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে চাঁদমারী মাউরাপট্টি এলাকায় মারামারির ঘটনা ঘটে৷ এর ঘন্টা দেড়েকের মধ্যে লিংক রোডে ছুরিকাঘাতের ঘটনা ঘটে৷ দুই ঘটনার যোগসূত্র আছে কিনা খতিয়ে দেখছেন বলে জানান পুলিশ কর্মকর্তা নাজমুল হাসান৷


Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.