× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রহনপুরে অবৈধভাবে মেলা বসানোর চেষ্টা, তথ্য সংগ্রহে গেলে সাংবাদিকদের সাথে দূর্ব্যবহার

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

০১ আগস্ট ২০২২, ০৬:৪৩ এএম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে জেলা পরিষদের ডাক বাংলোতে হস্তশিল্প মেলা বসানোকে কেন্দ্র করে  অপ্রীতিকর ঘটনা ঘটেছে। চাঁপাইনবাবগঞ্জ সদরের শুরুপনগর এলাকার সুলতানা নামের এক নারী রহনপুর ডাক বাংলোতে হস্তশিল্প মেলা বসানোর লক্ষ্যে কয়েকদিন থেকে প্রস্তুতি গ্রহন করছিলেন। প্রস্তুতির অংশ হিসেবে রহনপুর ডাক বাংলো চত্বরে স্টল বসানোর কাজ চলছিল। স্টলের পাশাপাশি এখানে নাগরদোলা সহ অন্যান্যা খেলার সরঞ্জাম বসাতে দেখা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলা পরিষদের কাছ থেকে ডাক বাংলো চত্বর ব্যবহারের অনুমতি পাওয়া গেছে। কিন্তু মেলার জন্য জেলা প্রশাসন কিংবা উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নিকট থেকে কোন অনুমতি নেয়া হয়নি। বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষে মেলা না করতে মেলার উদ্যোক্তা সুলতানা’কে মৌখিকভাবে নিষেধ করে দেয়া হয়। কিন্তু সুলতানা তাঁদের কথায় কর্ণপাত না করে মেলার কাজ চালিয়ে যেতে থাকেন এবং উদ্ধোধনের প্রস্তুতি নেন। সোমবার দুপুরে রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হক ও এসআই ফজলে বারী ডাক বাংলো চত্বরে এসে মেলা বন্ধ করতে সুলতানা ও স্টল মালিকদের নিষেধ করেন। কিন্তু তাতে কর্ণপাত না করে সুলতানা কাজ চালিয়ে যান। এ সময় সেখানে তথ্য সংগ্রহে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ সহ সাংবাদিকরা গেলে  বাজে ব্যবহার করেন এবং সাংবাদিক সম্পর্কে অশ্লীল ভাষায় বাজে মন্তব্য করেন

এ প্রসঙ্গে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিভ খান এর সাথে কথা হলে তিনি জানান, বর্তমানে করোনা প্রকোপ বৃদ্ধি পাওয়ায় কোন ধরনের মেলা অনুষ্ঠান বসানোর অনুমতি দেয়া হয়নি। মেলা বন্ধ করতে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও পুলিশ প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছের

সোমবার বিকেল ৩টায় উপজেলা নিবার্হী কর্মকর্তা আসমা খাতুন ও  অফিসার ইনচার্জ আলমাস আলী সরকার ঘটনাস্থলে এসে মেলার উদ্যোক্তা সুলতানা’কে অনুমতি না পাওয়া পর্যন্ত মেলা বন্ধ করার নির্দেশ দেন। 


Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.