× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বগুড়ায় আবারও টিসিবির পণ্য বিক্রি শুরু, খুশি সাধারণ মানুষ

বগুড়া প্রতিনিধি

০১ আগস্ট ২০২২, ০৯:২২ এএম

সরকারের ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রমের আওতায় বগুড়ায় গতকাল সোমবার সকাল ১০টায়  দেড় লক্ষাধিক পরিবারকে কম মূল্যে টিসিবি পণ্য বিতরণ শুরু হয়েছে। এ কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, অতিঃ পুলিশ সুপার মোঃ শরাফত ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সমর কুমার পাল, প্যানেল মেয়র আলহাজ শেখ। 

একই সময়ে  শহরের দত্তবাড়ীতে ৩ নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন কবিরাজ তরুণ কুমার চক্রবর্তীর সার্বিক তত্বাবধানে টিসিবি পন্য বিক্রি করা হয়। জেলার ১২টি পৌরসভা ও ১২টি উপজেলায় শুধু ফ্যামিলি কার্ডের মাধ্যমে একজন কার্ডধারী ৫৫ টাকা কেজি দরে এক কেজি চিনি, ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল, ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল ও ২০ টাকা দরে পেঁয়াজ কিনতে পারবেন। জেলার ১২টি উপজেলায় এক লাখ ৬৩ হাজার ২শ টি পরিবার টিসিবি'র পন্য পাবেন। এর মধ্যে বগুড়া পৌর এলাকায় ১৯ হাজার ৩৮৪ জন সুবিধাভোগী রয়েছে।

সকাল থেকে টিসিবি পণ্য নিতে সুবিধাভোগীরা ভিড় করেন। কম মূল্যে টিসিবি পণ্য ক্রয় করতে পেরে খুশি সাধারণ মানুষ।

টিসিবি পণ্য নিতে আসা কার্ডধারীরা জানান, প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে তাতে দিনমজুর অসহায় মানুষ  কষ্টের মধ্য দিয়ে দিন পার করছে। কম মূল্যে পণ্য পেয়ে তারা খুব খুশী। বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নিম্ন আয়ের মানুষের জন্য কম মূল্যে পণ্য ক্রয়ের ব্যবস্থা করেছেন। বরাবরের মতোই শোকাবহ আগষ্ট মাসেও এ পণ্য বিক্রি করা হচ্ছে, যা অব্যহত থাকবে বলে তিনি জানান।


 


Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.