× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বঙ্গোপসাগরে ধরা পড়লো বিশালাকৃতির শোল মাছ

পটুয়াখালী প্রতিনিধি

০২ আগস্ট ২০২২, ০৬:২৯ এএম

পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ১০ ফুট লম্বা ৬০ কেজি ওজনের বিশালাকৃতির এক সামুদ্রিক শোল মাছ।


মঙ্গলবার (২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় মাছটি আলীপুর মৎস্য বন্দরে নিয়ে আসা হয়। এ সময় মাছটি এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।

এফবি বিলকিস ট্রলারের জেলে হাছানুল মাঝি জানান, বাশখালি থেকে আমরা বঙ্গোপসাগরের সোনার চর পয়েন্টে জাল ফেললে তিন দিন আগে এ মাছটি আমার জালে ধরা পড়ে। পরে আজ মাছটি আলীপুরে নিয়ে এসে বিক্রি করি। এত বড় মাছ সবসময় পাওয়া যায় না। মাছটির ওজন বেশি হওয়ায় ট্রলারে তুলতে অনেক বেগ পেতে হয়েছে।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী রহিম খান জানান, আমি মাছটি ২০ হাজার টাকায় কিনেছি। এটি সামুদ্রিক শোল মাছ। সমুদ্রে বড় আকৃতির যে মাছগুলো পাওয়া যায় তারমধ্যে এটি একটি। এই মাছ অনেক সুস্বাদু তাই এটাকে ঢাকায় পাঠিয়ে দেবো।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সামুদ্রিক শোল সচরাচর দেখা যায় না। এটি গভীর সমুদ্রের মাছ। এ মাছটি নিয়ে গবেষণা করা প্রয়োজন।
Attachments area

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.