× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাছের পোনা অবমুক্ত করলেন জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম

নোয়াখালী প্রতিনিধি

০২ আগস্ট ২০২২, ১০:২২ এএম । আপডেটঃ ০২ আগস্ট ২০২২, ১০:২৬ এএম

নোয়াখালীর সোনাইমুড়ীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করলেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম। মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে সোনাইমুড়ী থানা পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন তিনি। এসময় তিনি থানা প্রাঙ্গণে ফলজ বৃক্ষরোপন ও সামাজিক বনায়ন পরিদর্শন করেন। 

এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রতিবছর মাছ চাষে উৎসাহিত করতে মৎস সপ্তাহে নানা কার্যক্রম পরিচালনা করেন। এ বছর তিনি মৎস্য সপ্তাহ উদ্বোধনকালে বলেছেন নিরাপদ মাছে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। আমরা মাছে ভাতে বাঙালি। আমাদের দেশের জলাশয়গুলো এক সময় মাছে পরিপূর্ণ থাকত। এখন জলাশয়গুলো শুকিয়ে যায় কিংবা সেচ দিয়ে মাছ ধরা হয়। তারপরও দেশে মৎস সম্পদে পরিপূর্ণতা লাভ করছে।
 
শহীদুল ইসলাম আরও বলেন, এ বছর মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটি জায়গাও যেন খালি না থাকে। যেখানে কৃষিকাজ সম্ভব কৃষি কাজ হবে, পতিত জমিতে শাকসবজি চাষ করতে হবে। খালি জলাশয়ে মাছ চাষ করতে হবে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ করতে হবে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজিব, সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদসহ থানার সকল পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.