× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করলে সরকার স্বাগত জানাবে -রংপুরে বাণিজ্যমন্ত্রী

রংপুর ব্যুরো

০৪ আগস্ট ২০২২, ০৬:১৭ এএম

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, সরকারের একটিই কথা বিএনপি’র আন্দোলন যেন ধ্বংসাত্মক না হয়, মানুষের সম্পদ ও প্রাণহানী না ঘটে।  ঢিল ছোড়া, পুলিশকে উত্যক্ত করা, আক্রমণ করা বিএনপি’র গণতান্ত্রিক আন্দোলন হতে পারে না। বিএনপি' ধ্বংসাত্মক আন্দোলন পরিহার করে শান্তিপূর্ণ আন্দোলন করলে সরকার স্বাগত জানাবে।


বৃহস্পতিবার (৪ আগস্ট ) সকালে ঢাকা থেকে বিমানযোগে রংপুরে একদিনের সফরে এসে নগরীর সেন্ট্রাল রোডস্থ বাসভবনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় দ্রব‌্যমূ‌ল্যের উর্ধ্বগ‌তি প্রস‌ঙ্গে তি‌নি ব‌লেন, নিত‌্যপ‌ণ্যের বাজার স্বাভা‌বিক রাখ‌তে সরকার এক কো‌টি মানুষ‌কে ফ‌্যা‌মি‌লি কা‌র্ডের মাধ‌্যমে খাদ‌্যসামগ্রী সহায়তা কর‌ছে।এই কা‌র্ডে কোন অসঙ্গ‌তি থাক‌লে তা খ‌তি‌য়ে দেখা হ‌বে।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, পৃথিবী জুড়ে জিনিষপত্রের দাম বেড়েছে। আমাদের পণ্য আমদানী করতে ডলার খরচ হচ্ছে। তাই ডলারের উপর চাপ পড়ছে। সেই সাথে ডলারের একটু ক্রাইসিস তো আছেই। প্রধানমন্ত্রী বলেছেন আমরা যেন একটু সাশ্রয়ী হই, কম খরচ করি। বৈশ্বিক এই সংকট সকলকে মিলে মোকাবেলা করতে হবে। 

এ সময় উপস্থিত ছিলেন, রংপুর মেট্রোপলিটন চেম্বারের সভাপতি রেজাউল ইসলাম মিলনসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.