× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পঞ্চগড়ে ভোক্তা আইন লঙ্ঘন, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

০৪ আগস্ট ২০২২, ০৯:১৪ এএম

পঞ্চগড়ে ভোক্তা-অধিকার লঙ্ঘন করার দায়ে চার প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদলতে ৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজারে অভিযান পরিচালনা করে তাদের এই জরিমানা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের পরিচালক পরেশ চন্দ্র বর্মন।

অভিযান সূত্রে জানা যায়, বাজার তদারকি অভিযানে জগদল বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় অপরিচ্ছন্ন পরিবেশ, মুল্যতালিকা না থাকায়, মেয়াদুত্তীর্ন ঔষুধ ও স্যাম্পল রাখা এবং মেয়াদুত্তীর্ন কীটনাশক রাখাসহ ভোক্তা-অধিকার লঙ্ঘন করার দায়ে শান্ত হোটেলকে ১ হাজার, রহিম হোটেলকে ১ হজার, রাজ ফার্মেসীকে ২ হাজার ও ভাই ভাই ট্রেডার্সকে ২ হাজার টাকাসহ মোট ৬ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়। একই সাথে তাদের সচেতন করা হয়।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.