× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মহেশপুরে সুলতান হত্যার ঘটনায় ইউপি সদস্যসহ ১৮ জনের নামে হত্যা মামলা

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

০৪ আগস্ট ২০২২, ০৯:২৫ এএম

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুরন্দপুর গ্রামের নিহত সুলতান হত্যার মূল নায়ক ওই ওয়ার্ডের ইউপি সদস্য মিজান। উক্ত ঘটনায় মহেশপুর থানায় ইউপি সদস্য মিজানকে প্রধান আসামী করে ১৮ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ৬ জুলাই উপজেলার ফতেপুর ইউপির ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজান তার সমর্থকদের নিয়ে নিহত সুলতানকে রমজানের বাড়িতে আটকে রেখে গাছের সাথে বেঁধে ব্যাপক নির্যাতন করে। মিজান তার সমর্থকদের নিয়ে সালিশ বসায় ওই সালিশে রমজানের স্ত্রী হালিমাকে জোরপূর্বক তালাকনামায় স্বাক্ষর করিয়ে নেয় এবং সুলতানকে বিয়ে করতে রাজি না হওয়ায় তাদেরকে আরো মারপিট করে। খবর পেয়ে পরিবারের লোকজন সুলতানেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। নির্যাতনের মাত্রা বেশীয় হওয়ায় প্রায় একমাস পর ৩ রা আগস্ট সকালে যশোর সদর হাসপাতালে সে ধুঁকে ধুঁকে মারা যায়।  

এ বিষয়ে মহেশপুর থানায় ইউপি সদস্য মিজানকে প্রধান আসামী করে একটি হত্যা মামলা হয়েছে। যার নং-১১ তারিখ-০৩/০৮/২২২ইং। এলাকায় শোকের ছায় নেমে এসেছে। 

ফতেপুর ইউপি চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু বলেন ঘটনাটি তার গ্রামের তবে এটি দুঃখজনক। 

ওই গ্রামের সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হোসেন বলেন, তদন্তপূর্বক হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিৎ। 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইদুর রহমান জানান,আসামীদের গ্রেফতারের ব্যাপারে একাধিক অভিযান চালানো হয়েছে। তবে আসামীরা পলাতক থাকায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।


Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.