× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শিশু ধর্ষণের পর ভিডিও ভাইরালের হুমকি, যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

০৬ আগস্ট ২০২২, ০৬:২৫ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ৷ শুক্রবার (৫ আগস্ট) সকালে মুসলিমনগর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় বলে ফতুল্লা মডেল থানার ওসি রিজাউল হক দিপু জানান৷ গ্রেপ্তার যুবকের নাম নূর নবী ওরফে রুবেল (৩৪)৷ ফতুল্লার মুসলিনগরের জয়নাল আবেদীনের ছেলে৷

ওসি জানান, বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী শিশুর বাবা  বাদী হয়ে ধর্ষণের অভিযোগে মামলাটি দায়ের করেন৷ গ্রেপ্তার আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে৷ ভুক্তভোগী শিশু নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি আছে৷ মামলায় সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবক ও ভুক্তভোগী পরিবার প্রতিবেশী৷ গত ১৭ জুলাই দুপুরে অভিযুক্ত নূর নবী বাদীর শিশু মেয়েকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে৷ ধর্ষণের ভিডিও ঘরের সিসিটিভি ফুটেজে সংরক্ষিত আছে৷ এ ঘটনা কাউকে জানালে খুন ও ভিডিও ইন্টারনেটে প্রকাশ করার হুমকি দেয় অভিযুক্ত যুবক৷

ভুক্তভোগী শিশুর বাবা বিসিক শিল্পাঞ্চলে শ্রমিকের কাজ করেন৷ তিনি সংবাদ সারাবেলাকে বলেন, ঘটনার পর থেকেই শিশুটি পেটে ব্যাথা বলে জানায়৷ স্থানীয় হাসপাতালে তাকে চিকিৎসাও করানো হয়৷ তখনও ধর্ষণের ঘটনা ভয়ে বলেনি৷ গত বৃহস্পতিবার সকালে অনেক পীড়াপীড়ির পর ধর্ষণের ঘটনাটি তার মাকে জানায়৷ পরে থানায় মামলা করেন বাবা৷

“ঘটনার পর থেইকা মাইয়া অসুস্থ ছিল৷ ব্ল্যাডও গেছে৷ ডরে কিচ্ছু কয় নাই৷ কাইলকা ঘটনা জানার পর নূর নবীর আত্মীয়-স্বজন মামলা না করতে হুমকি দেয়৷ আসামির বউও মামলা না করতে বলে৷ আমি লেবার মানুষ৷ আমার মাইডার লগে খারাপ কাম করছে৷ এইডা মানতে পারি নাই৷ হুমকি-ধমকি মানি নাই৷ থানায় মামলা করছি৷”

অভিযুক্ত নূর নবী ব্যক্তিগত জীবনে বিবাহিত৷ মুসলিমনগর এলাকায় তার স্বর্ণের দোকান রয়েছে৷ আর্থিকভাবে প্রতিপন্ন হওয়ায় স্থানীয়ভাবে তার পরিবারের প্রভাব রয়েছে৷ মামলার পর থেকে আসামির পক্ষে বিভিন্ন লোকজন বাদীর ভাড়া বাসায় তাকে ও তার পরিবারের লোকজনকে খুঁজছেন৷ ভয়ে বাড়ি ছেড়ে আত্মীয়ের বাসায় উঠেছেন বলে জানান বাদী৷

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বলেন, “আসামিকে মামলার পরপরই গ্রেপ্তার করা হয়েছে৷ পরিস্থিতি আমাদের কন্ট্রোলে রয়েছে৷ ভিক্টিম পরিবারের লোকজন কোন প্রকার নিরাপত্তাহীনতায় ভুগলে পুলিশকে জানালে ব্যবস্থা নেওয়া হবে৷”

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.