× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দূরপাল্লার যান চলাচল বন্ধ, বেড়েছে লোকাল ভাড়া

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

০৬ আগস্ট ২০২২, ০৬:৩২ এএম । আপডেটঃ ০৬ আগস্ট ২০২২, ০৯:৪৪ এএম

সারা দেশে হঠাৎ তেলের দাম বাড়ায় খাগড়াছড়ির দীঘিনালা থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। অন্যদিকে অভ্যন্তরীণ সড়কেও বেড়েছে ভাড়া। শনিবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় দীঘিনালার বাস টার্মিনাল এলাকায় গিয়ে দেখা যায়, সকাল থেকে চট্টগ্রাম ও ঢাকা সড়কে চলাচল করা দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। টিকেট কাউন্টারের কার্যক্রম বন্ধ থাকতে দেখা যায়। 

এসময় টার্মিনাল এলাকার শান্তি কাউন্টারে বেকার সময় কাটাচ্ছিলেন বাস চালক সুমঙ্গল বড়ুয়া। তিনি জানান, ‘হঠাৎ করে গভীর রাতে তেলের দাম বাড়ায় সমিতির নির্দেশনায় দূরপাল্লা বাস দীঘিনালা ছেড়ে যায়নি। এতে চট্টগ্রাম ও ঢাকাগামী সকল বাসের অগ্রীম টিকেটের টাকা যাত্রীদের ফেরত দেওয়া হয়েছে।’

দীঘিনালা–খাগড়াছড়ি সড়কে ভাড়ায় চলিত মটরসাইকেল চালক মো. মোর্শেদ আলম বলেন, ‘সকালে তেলের পাম্পে তেল নিতে গিয়ে শুনেছি তেলের দাম বেড়ে গেছে। মোটর সাইকেলে তেল নিয়ে সকাল থেকে টার্মিনাল এলাকায় বসে আছি, যাত্রীদের তেলের দাম অনুযায়ী নতুন ভাড়া বললে যেতে চাইনি কেউ। আগের মতো ভাড়া পাচ্ছে না মোটরসাইকেল চালক।’ একই সড়কে মাহিন্দ্রা চালক মো. কামরুল বলেন, ‘আগে আমরা ৫০ টাকা করে নিতাম। এখন ৭০ টাকা করে নিচ্ছি। এ সড়কে সাদা পিকআপের ভাড়া এখন ৭০ টাকা। তারা আগে যাত্রীদের থেকে ৫০ টাকা করে নিয়েছে।’ 

দীঘিনালা অটো টেম্পু মালিক কল্যান সমবায় সমিতির (মাহিন্দ্রা) সভাপতি সুমন চাকমা বলেন, ‘হঠাৎ করে তেলের দাম বাড়ায় সকালে কিছুটা ভোগান্তিতে পড়তে হয় সকলকে। আমরা আপাদত একটি ভাড়া নির্ধারণ করে দিয়েছি। এরপর ভাড়া ঠিক করার বিষয়ে সমিতি সিদ্ধান্ত নিবে।’

দীঘিনালা অটোরিকশা মালিক সমবায় সমিতির (সিএনজি) লাইনম্যান বাবুধন চাকমা বলেন, ‘তেলের দাম অনুযায়ী ভাড়া ঠিক করেছি। খাগড়াছড়ি- দীঘিনালা সড়কে ৭০ টাকার জায়গায় ১০০ টাকা। সরকার তেলের দামের পাশাপাশি যাত্রীদের ভাড়া নিদ্ধারণ করে দিল কারো ভোগান্তিতে পড়তে হতো না।’ এদিকে জানাযায়, সাজেকে পর্যটক পরিবহনে নিয়োজিত গাড়ি প্রতি এক হাজার টাকা করে অতিরিক্ত নেওয়া হচ্ছে। এছাড়াও যাত্রীদের থেকে দীঘিনালা- লংগদু ও দীঘিনালা- বাঘাইছড়ি সড়কে যাত্রী প্রতি ২০টাকা করে অতিরিক্ত নিচ্ছে।’

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.