× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দুই আইসক্রিম ফ্যাক্টরিকে দুই লক্ষ টাকা জরিমানা

জয়পুরহাট প্রতিনিধি

১৮ আগস্ট ২০২২, ০৪:২৩ এএম । আপডেটঃ ১৮ আগস্ট ২০২২, ০৯:৪৬ এএম

বিএসটিআইএ’র অনুমোদন না নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে আইসক্রিম, এমন অভিযোগে জয়পুরহাটে আক্কেলপুর উপজেলার দুই আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫ এর সদস্যরা। 

এসময় দুইটি আইসক্রিম কারখানায় দুই লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জয়পুরহাট জেলা কার্যালয়ের, সহকারী পরিচালক অতিঃদাঃ ইফতেখারুল আলম রিজভী , র‍্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান। নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।কোম্পানি কমান্ডার মেজর মোস্তফা জামান সাংবাদিকদের জানান,অভিযানে আক্কেলপুর স্টেশন রোডে জনি সুপার আইসক্রিম ফ্যাক্টরির স্বত্বাধিকারী বাবুকে ১লক্ষ, ও সুমাইয়া সুপার আইসক্রিম ফ্যাক্টরির স্বত্বাধিকারী জুয়েল হোসেনকে ১লক্ষ, টাকাসহ মোট ২লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এবং লক্ষাদিক টাকার অবৈধ কেমিকাল ধ্বংস করা হয়েছে। 

 জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জয়পুরহাট জেলা কার্যালয়ের, সহকারী পরিচালক অতিঃদাঃ ইফতেখারুল আলম রিজভী বলেন, কারখানাগুলোতে বিএসটিআইএ’র অনুমোদন ছিল না। সেই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করা হচ্ছিল। এজন্য ভ্রাম্যমাণ আদালতে দুই ফ্যাক্টরিতে মোট দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

 


 

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.