× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

১৫ আগস্টের ইতিহাস ভুলে গেলে জাতি ফের পথভ্রষ্ট হবে : প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

১৮ আগস্ট ২০২২, ০৭:০৭ এএম

১৯৭৫ সালের ১৫ আগস্টের ইতিহাস ভুলে গেলে বাঙালি জাতি আবারও পথভ্রষ্ট হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ৷

বৃহস্পতিবার (১৮ আগস্ট)  সকালে ছেংগারচর ডিগ্রি কলেজ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ছেংগারচর পৌর আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘যে মহান ব্যক্তিটি বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছেন, তাঁকে হত্যা করে বাঙালি জাতি যে কলঙ্ক লেপন করেছে, তা কোনোভাবেই মুছে ফেলা যাবে না। বঙ্গবন্ধু এ দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য, বিশ্বে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধির জন্য আজীবন চেষ্টা করে গেছেন। আমাদের সবার দায়িত্ব হবে—বঙ্গবন্ধুর এ স্বপ্নগুলোকে বাস্তবায়ন করা, তাঁর আদর্শ লালন করা।’

প্রতিমন্ত্রী বলেন, গভীর ষড়যন্ত্র  করে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বেগম মুজিব, শেখ  কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নৃশংসভাবে  হত্যা করে ঘাতকেরা।

তিনি আরও বলেন, 'ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনের দিকে চলতে হবে। যারা সেই নৃশংস হত্যাকাণ্ডের মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শের পরিসমাপ্তি ঘটানোর চেষ্টা করেছিলেন, তারা এখনও সেই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা আজও এই হত্যাকাণ্ডের ইতিহাস বিকৃত করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধুর আদর্শ হৃদয়ে ধারণ করতে হবে, তবেই বঙ্গবন্ধু চিরঞ্জীব হবেন। জাতির পিতা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, আমরা কতটুকু তা করতে পেরেছি তা অনুধাবন করতে হবে।’

ছেংগারচর পৌরআ‘লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সোলাইমান রতন ফরাজীর সঞ্চালনায প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,চাঁদপুর- ২ আসনের সংসদ সদস্য  আলহাজ্ব এড.নুরুল আমিনর রুহুল,বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আহামেদ ও মোঃ মিজানুর রহমান  (এসি মিজান)৷

আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী 'লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য এবং দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি, মোহনপুর পর্যটন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমান, উপজেলা আলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম লসকর,শহীদুল্লাহ মাস্টার, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য লায়ন আরিফ উল্লাহ সরকার, উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোঃ জহির, আওয়ামীলীগ নেতা আতিকুর রহমান, গুলশান থানা যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান সেলিম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ইয়ার হোসেন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক  মহাসিন মিয়া মানিক, উপজেলা কৃষকলীগের  সাধারণ সম্পাদক জি এম ফারুক, ছেংগারচর পৌর যুবলীগের  যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান প্রধান প্রমুখ৷

আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বেগম মুজিব, শেখ  কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নৃশংস হত্যাকাণ্ডে নিহত সবার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এ সময় ছিলেন উপজেলা যুবলীগের সদস্য ও সংবাদ সারাবেলা পত্রিকার নির্বাহী সম্পাদক কাজি হাবিবুর রহমানসহ উপজেলা আ‘লীগ, যুবলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ৷

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.