× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাঙ্গাবালীতে বজ্রপাতে জেলে নিহত

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

১৮ আগস্ট ২০২২, ০৯:২২ এএম

বজ্রপাতে পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে রুমান মুফতি (৩৫) নামের এক জেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।  বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে উপজেলার রাবনাবাদ নদীতে এ ঘটনা ঘটে। 

নিহত রুমান উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের অলি মুফতির ছেলে।

জানা গেছে, স্থানীয় শহিদ ফকিরের মালিকানাধীন ট্রলারের পাঁচ জেলে চালিতাবুনিয়া সংলগ্ন রাবনাবাদ নদীতে মাছ ধরছিল। কিন্তু বিকেল ৩ টার দিকে হঠাৎ বজ্রবৃষ্টি ও ঝড়ো বাতাস শুরু হয়। পরে তারা তীরে ফিরে আসার সময় তাদের ট্রলারে আকস্মিক বজ্রপাত হয়।  
এ বজ্রপাতে রুমান মুফতিসহ একই এলাকার জেলে রাসেল, তৌসিফ ও ইয়াকুব আহত হয়। আহতদের তাৎক্ষণিক কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাদের মধ্যে রুমান মুফতি মারা যান এবং বাকি তিনজন চিকিৎসাধীন বলে এ ঘটনাটি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় নিশ্চিত করেছেন চালিতাবুনিয়া ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম।   

এদিকে, একই সময় বজ্রপাতে উপজেলার কোড়ালিয়া গ্রামের জেলে মস্তফা হাওলাদার (৩৬) আহত হয়েছেন। তিনি দারছিড়া নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। এসময় ট্রলারে ঘুমিয়ে থাকা অবস্থায় বজ্রপাতে  তিনি আহত হন। পরে আহতবস্থায় তাকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

 এছাড়া উপজেলার গন্ডাদুল ও কাজির হাওলা গ্রামের দুই গরু বজ্রপাতে মারা যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। 

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার বলেন, আমরা এবিষয়ে হাসপাতালে খোঁজখবর নিচ্ছি। 

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.