× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চট্টগ্রামের চন্দনাইশে বাস দুর্ঘটনায় আহত ১০

চট্টগ্রাম প্রতিনিধি

১৪ জানুয়ারি ২০২২, ১৬:৩০ পিএম

চট্টগ্রামের চন্দনাইশে সেন্টমার্টিন পরিবহনের একটি বাস চালকের অসর্তকতায় দুর্ঘটনায় পতিত হয়ে ১০জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার চন্দনাইশ উপজেলার বাগিচাহাট সংলগ্ন ভান্ডারীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বলেন, দুর্ঘটনায় আহতের ঘটনা ঘটলেও শেষ পর্যন্ত কারো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

বাসের যাত্রী ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সেন্টমার্টিন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৬৫৯৬) যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার যা”িছলো। বাসে থাকা ছোট সন্তানের সাথে চালক দুষ্টুমিরত অব¯’ায় চন্দনাইশ উপজেলার বাগিচাহাট ভান্ডারীপাড়া এলাকায় এলে অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়।

আহতদের মধ্যে যাদের পরিচয় মিলেছে তারা হলেন গাজীপুরের কালিয়াকৈর থানার মাজুনি এলাকার ইউছুফ আলীর ছেলে নেওয়াজ উদ্দীন (২৮), বগুড়া সদরের ইদ্রিস মিয়ার ছেলে মো. রিপন (৪১), কুমিল্লা লাকসামের মো. শাহজাহানের ছেলে মো. ফয়সাল (৩০), ঢাকার মো. রিয়াদ হোসেন (২৩), কুমিল্লার মো. ইমন খান (১৮), কক্সবাজারের মৃত নুরুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন (৫০), চন্দনাইশ উপজেলার হাশিমপুর এলাকার নুরুল ইসলামের ছেলে ফারুক উদ্দীন (৪৫)।

আহতদের মধ্যে মো. রিয়াদ হোসেন ও মো. ইমন খান বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে দোহাজারী হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.