× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘আর দাঙ্গা নয়’ শপথ নিলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এলাকাবাসী

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

০২ সেপ্টেম্বর ২০২২, ০৭:৪৭ এএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সিতারামপুর ও দৌলতপুর দুই গ্রামবাসীর মধ্যে রক্ষক্ষয়ী সংঘর্ষের ঘটনায় মীমাংসাকল্পে দাঙ্গা নিরসনে ‘আর দাঙ্গা নয়’ এই শপথ বাক্য পাঠ করালেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। শুক্রবার সিতারামপুর বালুর মাঠে উপজেলা দাঙ্গা নিরসন কমিটির সভাপতি এডভোকেট সুজিত কুমার দেবের সভাপতিত্বে দুই গ্রামের মানুষদের একত্রিত করে এ শপথবাক্য পাঠ করানো হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক,অফিসার আমিনুর রশিদ, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, গোলাম শাহরিয়ার বাদল, আলহাজ বোরহান উদ্দিন আহমেদ, ইয়াবের হাসান জামিল, সাইফুল ইসলাম সোহেল, আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. নাছির উদ্দিন, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান মুফতি আমজাদ হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

উল্লেখ্য বিয়ের গায়ে হলুদের মঞ্চ তৈরি করার ঘটনাকে কেন্দ্র করে গত ১৬ আগস্ট ওই দুই গ্রামের মধ্যে সংঘর্ষ হয়। 

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.