× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী জন্মবার্ষিকী পালন

সিরাজগঞ্জ প্রতিনিধি

১৬ জানুয়ারি ২০২২, ০৯:২১ এএম

বঙ্গবন্ধুর আজীবন রাজনৈতিক সহকর্মী সিরাজগঞ্জ বাসীর গর্ব সাবেক প্রধানমন্ত্রী শহীদ এম মনসুর আলীর ১০৫ তম শুভ জন্মবার্ষিকী  আজ। জন্মবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করে স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা। ভোরে দলীয় আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিকেলে  দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিকেল ৪ টায় সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড: কে এম হোসেন আলী হাসান এর সভাপতিত্বে ও জেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত)  সাধারন সম্পাদক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার আহবানে জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক আহসান হাবীব এহসান এর সঞ্চালনায় ১০৫ তম জন্মবার্ষিকী দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের  সহ- সভাপতি  বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী মো: আবু ইউসুফ সূর্য,জেলা আওয়ামীলীগের  সহ-সভাপতি বীরমুক্তিযোদ্বা গাজী আব্দুর রহমান রানা, বীরমুক্তিযোদ্বা এ্যাড: বিমল কুমার দাস, বীরমুক্তি যোদ্ধা গাজী ইসাহাক আলী, জেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য রফিকুল ইসলাম হিরা,সিরাজগঞ্জ  মহিলা আওয়ামী লীগের সভাপতি ও মহিলা সংরক্ষিত আসনের সাবেক  সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারন সম্পাদক আলহাজ্ব দানিউল হক মোল্লা, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ৩ এ্যাড: কাজী সেলিনা পারভিন  পান্নাসহ আরো অনেকে।

এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আজীবন রাজনৈতিক সহকর্মী সিরাজগঞ্জ বাসীর গর্ব এবং অংহকার সাবেক প্রধানমন্ত্রী শহীদ এম মনসুর আলী শুধু সিরাজগঞ্জের কৃতি সন্তান ছিলেন না  তিনি ছিলেন বাংলাদেশের  কৃতি সন্তান। তিনি ছিলেন জাতির জনক বঙ্গবন্ধুর শেখ  মুজিবুর রহমানের রাজনৈতিক একান্ত সহচর। বাংলাদেশের রাজনৈতিক আদর্শ ব্যাক্তিদের মধ্যে অন্যতম শহীদ এম মনসুর আলী একটি গুরুত্বপূর্ণ নাম ।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.