× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভূঞাপুরে ডোবা থেকে সরকারি ওষুধ উদ্ধার, তদন্তে তিন সদস্যের কমিটি গঠন

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

০৪ সেপ্টেম্বর ২০২২, ০৬:১৮ এএম

টাঙ্গাইলের ভূঞাপুরে ডোবা থেকে পরিত্যক্ত অবস্থায় সরকারি ওষুধ উদ্ধারের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ ডা. খন্দকার আবু সাঈদকে প্রধান করে ওই কমিটি গঠন করা হয়।

রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস সোবহান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার সকালে পরিত্যক্ত অবস্থায় ওষুধ উদ্ধার করে স্থানীয়রা। পরে খবর পেয়ে হাসপাতাল থেকে লোক পাঠিয়ে দেওয়া হয়। এ ঘটনার পরদিন শনিবার তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়া জন্য তদন্ত কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার সকালে ভূঞাপুর উপজেলার রেহাইগাবসারা এলাকার গাবসারা কমিউনিটি ক্লিনিকের পাশের একটি ডোবা থেকে পরিত্যক্ত অবস্থায় সরকারি ওষুধ উদ্ধার করে স্থানীয়রা। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ আলম আকন্দ শাপলা ঘটনাস্থলে এসে ইউপি সদস্যের হেফাজতে ওষুধগুলো রাখেন। এ ঘটনায় ক্লিনিকের স্বাস্থ্য সহকারী নুরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ দেন স্থানীয়রা।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.