× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রতিমন্ত্রী ড.শামসুল আলম

স্বাস্থ্য ক্ষাতের ব্যপক উন্নয়ন হচ্ছে শেখহাসিনার পরিকল্পনার ফসল

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

০৪ সেপ্টেম্বর ২০২২, ০৭:২১ এএম

স্বাস্থ্য ক্ষাতের ব্যাাপক উন্নয়ন  মাননীয় প্রধানমন্ত্রী  জননেত্রী শেখ হাসিনার পরিকল্পনার ফসল বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড.শামসুল আলম ৷

৪ সেপ্টেম্বর রোববার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীবৃন্দের সাথে মতবিনিময় ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় ও  সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট, এক্স-রে, জিন এক্সপার্ট মেশিন,  আল্ট্রাসনোগ্রাফি মেশিন, ল্যাব এনালাইজার ও সেল কাউন্টার  মেশিন এবং ওটি  ফ্যাসিলিটিজ এর উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য  এসব কথা বলেন তিনি ৷

প্রতিমন্ত্রী ড.শামসুল আলম বলেন- গ্রামগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিচ্ছিতে সবসময় কাজকরছে আওয়ামীলীগ সরকার ৷ স্বাধীনতার ৫০ বছরে দেশের স্বাস্থ্যসেবাখাত বিশ্বব্যাপী প্রশংসনীয় সফলতা অর্জন করেছে। বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় অপেক্ষাকৃত কম খরচে মৌলিক চিকিৎসা চাহিদা পূরণ, সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল, অসংক্রামক রোগসমূহের ব্যবস্থাপনা ও প্রতিরোধে ব্যাপক উদ্যোগ, পুষ্টি উন্নয়ন, স্বাস্থ্য সূচকসমূহের ব্যাপক অগ্রগতিতে স্বাস্থ্য অবকাঠামো খাতে অভূতপূর্ব অর্জন বাংলাদেশকে এগিয়েছে বহুদূর।
শিশুদের টিকাদান কর্মসূচি, মাতৃ ও শিশু মৃত্যু হ্রাস, তৃণমূল পর্যায়ে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চলমান কমিউনিটি ক্লিনিক কার্যক্রম বিশ্বের অনেক দেশের কাছে মডেল হিসেবে পরিগণিত হচ্ছে।

সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডাক্তার মোহাম্মদ আসাদুজ্বামান জুয়েলের সঞ্চালনায়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর- ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড.নুরুল আমিন রুহুল,উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস,উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান, সহকারী পুলিশ সুপার মতলব সার্কেল ইয়াছির আরাফাত ৷

এসময় কেন্দ্রীয় আওয়ামী 'লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য এবং দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি, মোহনপুর পর্যটন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমান,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আহমদ,ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান,উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জি এম ফারুক,
উপজেলা যুবলীগের সদস্য ও সংবাদ সারাবেলা পত্রিকার নির্বাহী সম্পাদক কাজী হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ৷

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.