× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাণীশংকৈলে নকল কিটনাশক বিক্রির দায়ে জরিমানা

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি

০৪ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪১ এএম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরে মেসার্স জান্নাতুন ট্রেডার্স দীর্ঘদিন ধরে নকল কিটনাশক বিক্রি করে আসছিল। সিনজেনটাা কোম্পানীর অভিযোগের প্রেক্ষিতে  রবিবার( ৪ সেপ্টেম্বর) সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা স্বরেজমিনে তদন্তে গেলে ঘটনার সত্যতা পায়। 

এসময় মেসার্স জান্নাতুন ট্রেডার্সে সিনজেনটা কোম্পানীর ভিরতাকো নকল কিটনাশক (বিষ) ও বিভিন্ন কম্পানির মেয়াদ উত্তীর্ণ বিষ পাওয়ার অপরাধে জান্নাতুন ট্রেডার্সের প্রোঃ জমিরউদ্দীনকে ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবের আলম উপস্থিত ছিলেন। 

সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা বলেন, সিনজেনটা কোম্পানীর ভিরতাকো নকল কিটনাশক (বিষ) ও বিভিন্ন কম্পানির মেয়াদ উত্তীর্ণ বিষ পাওয়ার অপরাধে জান্নাতুন ট্রেডার্সের প্রোঃ জমিরউদ্দীনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ সালের ৫১ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.