× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাতক্ষীরায় মাধ্যমিক পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন

সাতক্ষীরা প্রতিনিধি

০৬ সেপ্টেম্বর ২০২২, ০৪:০২ এএম

সাতক্ষীরা পৌরসভা ও সদর উপজেলার সকল মাধ্যমিক ও দাখিল সমমান শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা ২০২২ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯ টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি’র পাঠ কক্ষে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি ও জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক ব্যবস্থাপনায় উক্ত প্রতিযোগিতার আয়োজন করা হয়।সাতক্ষীরার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি’র সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.আমানউল্লাহ-আল-হাদী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সহকারী জজ মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল হামিদ, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিয়াউদ্দিন আহমেদ, সদর সহকারি কমিশনার (ভূমি) মো. আজহার আলী প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. মোজাম্মেল হোসেন, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মো.কামরুজ্জামান রাসেল প্রমুখ।বিতর্ক প্রতিযোগিতার মডারেটর’র দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি’র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মহিউদ্দিন হাসেমী তপু ও জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. সাকিবুর রহমান বাবলা। বিতর্কের বিষয় ছিল-ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধিই খাদ্য নিরাপত্তার প্রধান হুমকি। বিতর্ক প্রতিযোগিতায় সাতক্ষীরা পৌরসভা ও সদর উপজেলার মোট ৬৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সকলের হাতে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে সচিত্র বাংলাদেশ ও নবারুণ পত্রিকা তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.জাহিদুর রহমান, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি’র সহ-সভাপতি গাজী আবুল কাশেম,সাহিত্য সম্পাদক তৃপ্তি মোহন মল্লিক, নির্বাহী সদস্য প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, আমিনুল হক, প্রভাষক রেজাউল করিম, শেখ হারুন উর রশিদ, অধ্যাপক রফিকুল ইসলামসহ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি ও জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি’র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মহিউদ্দিন হাসেমী তপু।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.