× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বগুড়ার শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও বাইসাইকেল বিতরণ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

০৬ সেপ্টেম্বর ২০২২, ০৮:২৭ এএম

বগুড়ার শেরপুর উপজেলায় বসবাসরত আদিবাসী ক্ষুদ্র-নৃগোষ্ঠী পরিবারের অসৎচ্ছল শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও বাইসাইকেল বিতরণ হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে শেরপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ  রেজাউল করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোঃ নজমুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা সুবীর চন্দ্র পাল, সুঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্নাহ,  আওয়ামী লীগ নেতা  মোঃ আবু তালেব আকন্দ, জাতীয় আদিবাসী নেতা বাসুদেব রায় বাগদি, শ্রীকান্ত মাহাতো, সন্তোষ সিং, সুরেশ চন্দ্র মাহাতো, সহ প্রমুখ।  

অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান আদিবাসী ও ক্ষুদ্র-নৃগোষ্ঠী অসচ্ছল পরিবারের মাঝে প্রাথমিক স্তরের ৬০ জন শিক্ষার্থীদের মাঝে প্রতিজন শিক্ষার্থীকে ২৪০০ টাকা, হাই স্কুলের শিক্ষার্থীদের ৩০ জনের প্রতিজনকে  ৬০০০ টাকা এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর ১৫ জনের প্রত্যেক শিক্ষার্থীকে ৯ হাজার টাকা করে  বিতরণ করেন। অনুষ্ঠানে উপজেলার  ওই পরিবারের  ২০জন  ছাত্রীদের মাঝে  প্রধানমন্ত্রীর উপহারের ১ টি করে বাইসাইকেল প্রদান করা হয়। 


Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.